‘আল্লাহর দল’র আঞ্চলিক প্রধান গ্রেফতার

নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’ এর (দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার দায়িত্বে) আঞ্চলিক প্রধানকে গ্রেফতার করেছে অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ও একটি সিডি জব্দ করা হয়।
গ্রেফতার ব্যক্তির নাম মো. সুলতান মাহমুদ হাসান ওরফে বড় মানিক।
শুক্রবার (০৪ ডিসেম্বর) দিনগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে দিনাজপুরের চিরিরবন্দর থানার বিন্নাকুড়ি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
অ্যান্টি টেররিজম ইউনিটের সহকারী পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) ওয়াহিদা পারভীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতার মো. সুলতান মাহমুদ হাসান দিনাজপুরের চিরিরবন্দর থানার বাসিন্দা। সে আল্লাহর দলের দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার আঞ্চলিক প্রধান।
প্রাথমিকভাবে জানা যায়, মো. সুলতান মাহমুদ হাসান নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’-কে সমর্থন করে উগ্রবাদি কার্যক্রম পরিচালনা করে আসছিল। সে উগ্রবাদী কার্যক্রমে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করে দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করাসহ স্বাধীনতা, সার্বভৌমত্ব বিনষ্ট, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট, ধর্মীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি ও ব্যক্তিদের হত্যা করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল।
তার বিরুদ্ধে দিনাজপুর থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এমএ/জেডএস