দ্রুত সরকারি সিদ্ধান্ত চান প্রাথমিকের শিক্ষকরা

তিন দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ করছেন জাতীয়করণ হওয়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। দাবির বিষয়ে দ্রুত সরকারি সিদ্ধান্ত চেয়েছেন তারা। তা নাহলে লাগাতার অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টা থেকে শিক্ষকদের এই মহাসমাবেশ শুরু হয়। এর আগে থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রাথমিকের শিক্ষকরা শহীদ মিনারে জড়ো হতে থাকেন। মহাসমাবেশে দুই হাজারের মতো শিক্ষক অংশ নিয়েছেন।
শিক্ষক মহাজোটের দাবিগুলো হচ্ছে- জাতীয়করণ হওয়া দেশের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ৪৮ হাজার ৭২০ জন শিক্ষকের টাইম স্কেলের অর্থ ফেরত দিতে হবে, এ সংক্রান্ত গত বছরের ১২ অক্টোবরের আদেশ বাতিল করা; প্রাথমিক বিদ্যালয় শিক্ষক জাতীয়করণ-২০১৩ নীতিমালা অনুযায়ী ৫০ শতাংশ শিক্ষককে জ্যেষ্ঠতা দেওয়া ও স্কুল ম্যানেজিং কমিটির মাধ্যমে পদোন্নতি পাওয়া প্রধান শিক্ষকদের গেজেটে অন্তর্ভুক্ত করার দাবি বাস্তবায়ন করতে হবে।
সমাবেশে জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষক মহাজোটের আহ্বায়ক মো. আমিনুল ইসলাম চৌধুরী বলেন, আমলাতান্ত্রিক জটিলতায় আমাদের চাকরি নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। শিক্ষকদের টাইমস্কেল কাটা ও জৈষ্ঠ্যতার তালিকা থেকে বঞ্চিত করা হয়েছে। আমরা চাই, দাবিগুলো বাস্তবায়নে দ্রুত সরকারি সিদ্ধান্ত আসুক।
মহাজোটের প্রধান সমন্বয়ক আব্দুর রহমান বাচ্চু বলেন, আমাদের মহাসমাবেশের মূল উদ্দেশ্য তিনটা দাবি বাস্তবায়ন। সুস্থভাবে আমরা ঘরে ফিরে যেতে চাই। তাই সরকারের পক্ষ থেকে দ্রুত আমাদের দাবির বিষয়ে সাড়া চাচ্ছি।
রাজশাহীর থেকে মহাসমাবেশে এসেছেন সেনবাগ হাজী সুলতান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মমতাজ আলী। তিনি ঢাকা পোস্টকে বলেন, এর আগেও আমরা আন্দোলন করেছি। প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছি। তবে কাঙ্ক্ষিত ফল পাইনি। তাই আমাদের মহাসমাবেশ করতে হচ্ছে। আমাদের দাবিগুলো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত শহীদ মিনারে অবস্থান করব।
সিরাজগঞ্জের কাজিপুর বড়ইতলা পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলাম মোস্তফা ঢাকা পোস্টকে বলেন, দাবি আদায়ে আমরা দীর্ঘদিন আন্দোলন করে আসছি। গত মাসে জাতীয় প্রেসক্লাবের সামনেও মানববন্ধন করেছি। কিন্তু সরকারের কাছ থেকে কাঙ্ক্ষিত সাড়া মেলেনি। দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রয়োজনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করা হবে।
এএজে/এমএইচএস