লঞ্চে আগুন : তদন্ত কমিটির মেয়াদ বাড়ল

এমভি অভিযান-১০ লঞ্চে আগুন লাগার ঘটনায় নৌপরিবহন মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির মেয়াদ আরও তিন কার্যদিবস বাড়ানো হয়েছে।
বুধবার মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. জাহাঙ্গীর আলম খান সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, লঞ্চে আগুন লাগার ঘটনায় নৌপরিবহন মন্ত্রণালয় গঠিত কমিটির মেয়াদ আজ থেকে আরও তিন কার্যদিবস বৃদ্ধি করা হয়েছে।
কমিটির আবেদনের প্রেক্ষিতে এ মেয়াদ বাড়ানো হয়েছে বলেও এতে জানানো হয়।
এর আগে ঘটনার দিন ২৪ ডিসেম্বর সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করে নৌপরিবহন মন্ত্রণালয়।
সাত সদস্যের এ কমিটির মেয়াদ ছিল তিন কার্যদিবস। কমিটির আবেদনের প্রেক্ষিতে আজ আবার তিন কার্যদিবস বাড়ানো হয়েছে।
এসএইচআর/এনএফ