পাঁচ দিনে ‘সুরক্ষা’য় নিবন্ধন ৩০ হাজার

করোনাভাইরাস প্রতিরোধে টিকা গ্রহণকারীদের নিবন্ধনে কিছুটা গতির সঞ্চার হয়েছে। ২৭ জানুয়ারি নিবন্ধন প্রক্রিয়া শুরু হলেও রোববার (৩১ জানুয়ারি) বিকেল পর্যন্ত ১৭ হাজার মানুষ নিবন্ধন করেন। তবে গত ২৪ ঘণ্টায় নিবন্ধনকারীর সংখ্যা বেড়েছে প্রায় দ্বিগুণ। সবমিলিয়ে সোমবার (১ ফেব্রুয়ারি) বিকেল ৫টা পর্যন্ত ‘সুরক্ষা’ ওয়েবসাইটে নিবন্ধন করেছেন ৩০ হাজার ৩০০ জন।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সুরক্ষা অ্যাপ প্রোগ্রামার মো. আবদুল্লাহ ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ‘২৭ জানুয়ারি উদ্বোধনের পর থেকে আজ (১ ফেব্রুয়ারি) বিকেল ৫টা ২০ মিনিট পর্যন্ত ৩০ হাজার ৩০০ জন নিবন্ধন করেছেন। গত কয়েকদিন সংখ্যাটা কম থাকলেও আজকে নিবন্ধনের সংখ্যাটা বেড়েছে। মোবাইল অ্যাপ এখনো চালু না হলেও সুরক্ষা ওয়েবসাইট লাইভ করা আছে। সেখানে মোবাইলসহ যেকোনো ডিভাইসে ওয়েবসাইটে প্রবেশ ও নিবন্ধন করা যাচ্ছে।’
‘আমাদের নিবন্ধন পদ্ধতিতে কোনো সমস্যা নেই। নিবন্ধন পদ্ধতি স্থিতিশীল আছে, নিবন্ধনও চলছে। এখন পর্যন্ত নিবন্ধন নিয়ে কোনো সমস্যাই আমাদের কানে আসেনি। কারণ এখানে তো স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে নির্দেশনা অনুযায়ী অগ্রাধিকার ভিত্তিতে তালিকাভুক্ত করোনায় প্রথম সারির যোদ্ধা ও ৫৫ বছরের ওপরে যারা আছেন, তারা রেজিস্ট্রেশন করছেন। এখন পর্যন্ত কারও কাছেই কোনো সমস্যার কথা আমরা শুনিনি।’
মো. আবদুল্লাহ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সুরক্ষা অ্যাপ প্রোগ্রামার
নিবন্ধনে ধীরগতি প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘ধীরগতিটা আমার সিস্টেম বা সার্ভারের কারণে না। সিস্টেম এবং সার্ভার দুটোই আমাদের ওকে আছে এবং দ্রুতগতিতেই কাজ চলছে। আমরা যে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করেছি, সেটি গ্রাম-গঞ্জ থেকে রেজিস্ট্রেশন হবে তা চিন্তা করেই করেছি। আমরা সার্বক্ষণিক দেখছি কখন, কে নিবন্ধন করছে। খুব স্বাভাবিকভাবেই নিবন্ধন হচ্ছে, এতে আমাদের ব্যবস্থাপনার কোনো ত্রুটি নেই।’
এদিকে, স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম শাখার ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার (মেডিকেল বায়োটেকনোলজি) ডা. মো. মারুফুর রহমান ঢাকা পোস্টকে বলেন, ‘নিবন্ধন প্রক্রিয়া ভালোভাবেই এগোচ্ছে। আগে যে সমস্যাগুলোর বিষয়ে আমাদের কাছে তথ্য এসেছিল, আমরা সেগুলো সমাধানের চেষ্টা করছি। বিভিন্ন প্রতিষ্ঠানকে আমরা এগুলো নিয়ে ফিডব্যাক দিচ্ছি।’
নিবন্ধন বাড়ছে জানিয়ে তিনি বলেন, ‘২৭ জানুয়ারি থেকে রোববার পর্যন্ত মাত্র ২০ হাজারের মতো নিবন্ধন হলেও গত ২৪ ঘণ্টায় নিবন্ধন ১০ হাজার বেড়েছে। এর আগে নিবন্ধন নিয়ে একটা কনফিউশন ছিল যে, আমাদের কাছে যারা এনআইডি কার্ড পাঠিয়েছিল, তারা ভেবে নিয়েছিল যে, এনআইডি কার্ড দিলেই অটোমেটিক নিবন্ধন হয়ে যাবে। আজ আমরা সব মন্ত্রণালয়ের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলে বিষয়টি নিয়ে বিস্তারিত বলেছি। আশা করছি নিবন্ধনের সংখ্যাটা এখন দ্রুত বাড়বে।’
৪ ফেব্রুয়ারি আসছে ‘সুরক্ষা’ অ্যাপ
টিকা গ্রহীতাদের নিবন্ধন কার্যক্রম পরিচালনায় আগামী ৪ ফেব্রুয়ারি সুরক্ষা অ্যাপ প্লে-স্টোরে চলে আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. খোরশেদ আলম।
তিনি বলেন, নিবন্ধনের জন্য সুরক্ষা অ্যাপ প্রস্তুত রয়েছে। আমরা ইতিমধ্যেই গুগল প্লে-স্টোরে অ্যাপটি আপলোড করেছি। ৪ ফেব্রুয়ারির মধ্যেই এটা অ্যাপ্রুভ হয়ে যাবে। তখন থেকেই এটা ডাউনলোড করা যাবে।
স্বাস্থ্য মহাপরিচালক বলেন, আপাতত ওয়েবসাইটের মাধ্যমে আমাদের নিবন্ধন প্রক্রিয়া চলছে। সর্বশেষ খবর পেয়েছি ১৫ হাজারের মতো নিবন্ধন সম্পন্ন হবে। যারা অনলাইনে নিবন্ধন করতে পারবেন না তাদের উপজেলা পর্যায়ে সহায়তা করবে আমাদের স্বেচ্ছাসেবকরা।
টিকা নিতে ৫ ফেব্রুয়ারির মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে
করোনার ভ্যাকসিন নিতে আগ্রহীদের অবশ্যই ৫ ফেব্রুয়ারির মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আহমেদ কায়কাউস।
রোববার (৩১ জানুয়ারি) প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস ঢাকা পোস্ট-কে বলেন, ‘আগ্রহী ভ্যাকসিন গ্রহীতাদের অবশ্যই ৫ ফেব্রুয়ারির মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।’
৫৫ বছরের নিচে টিকার জন্য রেজিস্ট্রেশন নয়
৫৫ বছরের নিচে টিকার জন্য রেজিস্ট্রেশন নয় বলে জানিয়েছেন তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, সম্মুখযোদ্ধারা ছাড়া ৫৫ বছরের নিচে কোনো মানুষ আইসিটি মন্ত্রণালয়ের সুরক্ষা অ্যাপে রেজিস্ট্রেশন করতে পারবেন না। তবে ৫৫ বছরের নিচে সম্মুখযোদ্ধাদের তথ্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানো হলে আইসিটি মন্ত্রণালয় তাদের রেজিস্ট্রেশন আগেই সম্পূর্ণ করে রাখবে বলেও জানান তিনি।
টিআই/জেডএস