তৈমূরের বিজয়ের সম্ভাবনা নেই, তাই পদ থেকে অব্যাহতি

নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে মেয়রপ্রার্থী তৈমূর আলম খন্দকারকে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টার পদ থেকে সরিয়ে দেওয়ার বিষয়ে মন্তব্য করতে গিয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, নির্বাচনে তৈমূরের বিজয়ের কোনো সম্ভাবনা নেই। এটা অনুধাবন করতে পেরে আগেই তাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৪ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে টেলিভিশন অ্যান্ড ডিজিটাল প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সঙ্গে মতবিনিময়কালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
তথ্যমন্ত্রী বলেন, তাকে পদ থেকে অব্যাহতি দিয়ে পরাজয়ের গ্লানি থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করছে।
আরও দেখুন : তৈমূরকে চেয়ারপারসনের উপদেষ্টা পদ থেকে অব্যাহতি
গণমাধ্যমকর্মী আইন সংসদে পাঠানো হবে, খসড়া যেটা হয়েছিল সেটার সঙ্গে চূড়ান্ত আইনের কোনো পার্থক্য রয়েছে কিনা- জানতে চাইলে হাছান মাহমুদ বলেন, বিএনপির সময় গণমাধ্যমকর্মীদের শ্রমিক বানিয়ে দেওয়া হয়েছিল। সেটা নিরসন করা প্রয়োজন ছিল। এ আইনে সেটা নিরসন করা হয়েছে। পরীক্ষা-নিরীক্ষা করে মূল বিষয় ঠিক রেখেই আইনটি তৈরি করা হয়েছে।
এরপরও কারো কোনো প্রশ্ন থাকলে সেটি যখন সংসদীয় কমিটিতে যায় তখন সংসদীয় কমিটিতে উত্থাপন করা যায়। তখন কমিটি চাইলে পরিমার্জন-পরিবর্ধন করতে পারে। এটিই হচ্ছে প্রক্রিয়া। মূল যে বিষয়টা সবার সঙ্গে আলোচনা করে হয়েছিল, তা ঠিক আছে।
এসএইচআর/ওএফ