অজ্ঞান পার্টির খপ্পরে ব্যবসায়ী, খোয়ালেন ৫০ হাজার টাকা

রাজধানীর রামপুরা এলাকায় ভিক্টর পরিবহনে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন বিপুল ঘোষ (৩৮) নামের এক ব্যবসায়ী। এ সময় তার কাছে থাকা ৫০ হাজার টাকা নিয়ে যায় অজ্ঞান পার্টির সদস্যরা।
মঙ্গলবার (৪ জানুয়ারি) বিকাল পৌনে ৫টায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়।
অজ্ঞান পার্টির খপ্পরে পড়া বিপুল ঘোষের স্ত্রী চঞ্চলা ঢাকা পোস্টকে বলেন, তিনি গ্রিল ওয়ার্কশপের ব্যবসা করেন। মাল কিনতে নতুন বাজার এলাকা থেকে রামপুরা এলাকায় যাওয়ার সময় বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন। তার কাছে থাকা মাল কেনার ৫০ হাজার টাকা নিয়ে যায় অজ্ঞান পার্টির সদস্যরা। পরে আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসি।
তিনি আরও জানান, বর্তমানে তার পাকস্থলী পরিষ্কার করে ঢামেক হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ ব্যাপারে ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, অজ্ঞান পার্টির খপ্পরে পড়া রামপুরা থেকে এক ব্যক্তিকে ঢামেক হাসপাতালে আনা হয়েছে।
এসএএ/আইএসএইচ