আ.লীগের কার্যালয় থেকে মানসিক ভারসাম্যহীন যুবক উদ্ধার

বঙ্গবন্ধু এভিনিউতে অবস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ভবনের তিন তলার বাইরের দেয়ালের ঝুঁকিপূর্ণ জায়গায় আটকে থাকা অজ্ঞাত পরিচয়ের এক যুবককে (২৯) উদ্ধার করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স।
বুধবার (৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে তাকে উদ্ধার করা হয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার।
তিনি বলেন, আমরা ২টা ৪৪ মিনিটে এ বিষয়ে খবর পাই। খবর পাওয়ার পর আমাদের দুইটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ভবনের তিন তলার বাইরের দেয়ালের ঝুঁকিপূর্ণ অবস্থানে আটকে থাকে ওই যুবকে আমরা উদ্ধার করি।
উদ্ধার হওয়া ওই যুবকের নাম পরিচয় জানা যায়নি। প্রাথমিকভাবে মনে হয়েছে সে মানসিক ভারসাম্যহীন। তবে ওই যুবক কিভাবে ভবনটির ভিতরে প্রবেশ করেছে তা জানা যায়নি।
উদ্ধার করা ওই যুবককে ডিএমপির মতিঝিল বিভাগের ডিসি আব্দুল আহাদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও তিনি জানান।
এমএসি/আইএসএইচ