টিকা বিতরণে প্রস্তত চট্টগ্রাম

গোটা বিশ্ব ওলটপালট করে দিয়েছে অদৃশ্য শত্রু করোনা ভাইরাস। দেখতে দেখতে ২২ লাখ মানুষের প্রাণ কেড়ে নিয়েছে এ ভাইরাস। দেশেও এ পর্যন্ত মারা গেছেন ৮ হাজার ১৪৯ জন। তবে সব বিপদ কাটিয়ে জীবন স্বাভাবিক ধারায় ফিরবে- এ আশা এখন উঁকি দিচ্ছে টিকা হাতে পেয়ে।
বাংলাদেশও পেয়ে গেছে প্রাণঘাতী এ ভাইরাসের টিকা। জেলায় জেলায় পৌঁছে যাচ্ছে টিকা। সে ধারায় প্রস্তুত চট্টগ্রামও। চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই স্টোরে সংরক্ষিত ৪ লাখ ৫৬ হাজার ডোজ করোনার টিকা বিতরণের জন্য প্রস্তুত। টিকা পাওয়ার একদিনের মাথায় বিতরণের তালিকা প্রস্তুত করা হয়েছে।
এরমধ্যে দেড় লাখ ডোজ চট্টগ্রাম নগরে এবং বাকি ডোজ ১৪ উপজেলায় বিতরণ করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি।

তিনি বলেন, কেন্দ্রেগুলোতে টিকাদানে গঠন করা হয়েছে ৪২টি টিম। প্রতি টিমে ৬ জন করে সদস্য দায়িত্ব পালন করবেন। এরমধ্যে দুজন মিড ওয়াইফ, স্টাফ নার্স বা সিনিয়র স্টাফ নার্স এবং ৪ জন থাকবেন স্বেচ্ছাসেবক।
সিভিল সার্জন বলেন, চট্টগ্রামের ১৪ উপজেলায় করোনার টিকা দেওয়া হবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে। টিকাদানে প্রতিটি স্বাস্থ্য কমপ্লেক্সে দুটি করে টিম নিয়োজিত থাকবে।
তিনি আরও বলেন, ৪ লাখ ৫৬ হাজার ডোজ টিকার মধ্যে ১ লাখ ৫৪ হাজার ৯০৫ ডোজ নগরীর জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া বাকি ৩ লাখ ১ হাজার ৯৫ ডোজ টিকা যাবে চট্টগ্রামের ১৪টি উপজেলায়। টিকার সঙ্গে ৫ লাখ সিরিঞ্জও বরাদ্দ দেয়া হয়েছে। আগামী ৫ ফেব্রুয়ারির মধ্যে বরাদ্দ অনুযায়ী টিকাগুলো পৌঁছে দেওয়া হবে।
রোববার সকালে ৩৮টি কার্টনে ৪ লাখ ৫৬ হাজার ডোজ করোনার টিকা চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয়ে পৌঁছায়। এরপর কোল্ড চেইন বজায় রেখে টিকাগুলো সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই কোল্ড স্টোরে ওয়ার্ক ইন কুলারে সংরক্ষণ করা হয়।
জানা যায়, উপজেলা পর্যায়ে বরাদ্দকৃত ৩ লাখ ১ হাজার ৯৫ ডোজ টিকার মধ্যে সবচেয়ে বেশি ৩১ হাজার ৬৫১ ডোজ টিকা যাচ্ছে পটিয়ায়। এছাড়া ৩১ হাজার ৫২৫ ডোজ ফটিকছড়িতে, ২৫ হাজার ৮৭৬ ডোজ হাটহাজারীতে, ২৫ হাজার ৮৪১ ডোজ বাঁশখালীতে, ২৩ হাজার ৮৯৬ ডোজ মিরসরাইয়ে, ২৩ হাজার ২৪৪ ডোজ সীতাকুণ্ডে, ২৩ হাজার ৬২ ডোজ সাতকানিয়ায়, ২০ হাজার ৩১৭ ডোজ রাঙ্গুনিয়ায়, ১৯ হাজার ৩৪৯ ডোজ রাউজানে, ১৬ হাজার ৭৭৬ ডোজ লোহাগাড়ায়, ১৬ হাজার ৬৯৭ ডোজ সন্দ্বীপে, ১৫ হাজার ৫২৫ ডোজ আনোয়ারায়, ১৩ হাজার ৯৬৫ ডোজ চন্দনাইশে এবং ১৩ হাজার ৩৭২ ডোজ টিকা যাচ্ছে বোয়ালখালী উপজেলায়।
চট্টগ্রাম নগরীতে টিকাদানে নির্ধারণ করা হয়েছে ১৫টি কেন্দ্রে। সেগুলো হলো- চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল, চট্টগ্রাম জেনারেল হাসপাতাল, চট্টগ্রাম সেনানিবাস হাসপাতাল, চট্টগ্রাম পুলিশ হাসপাতাল, সিটি কর্পোরেশন জেনারেল হাসপাতাল, চট্টগ্রাম নৌ-বাহিনী হাসপাতাল, চট্টগ্রাম বিমান বাহিনী হাসপাতাল, চট্টগ্রাম বন্দর হাসপাতাল, চসিক বন্দরটিলা হাসপাতাল, চসিক মোস্তফা-হাকিম মাতৃসদন হাসপাতাল, চসিক ছাফা-মোতালেব মাতৃসদন হাসপাতাল, ইউএসটিসি হাসপাতাল, সাউদার্ন মেডিকেল কলেজ হাসপাতাল, মা ও শিশু মেডিকেল কলেজ হাসপাতাল এবং মেরিন সিটি মেডিকেল কলেজ হাসপাতাল।
এনএফ