চট্টগ্রামে ফার্নিচার কারখানায় আগুনে দুজনের মৃত্যু

চট্টগ্রামের পাহাড়তলী থানার কর্নেলহাটে ফার্নিচার তৈরির একটি কারখানায় অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু হয়েছে।
সোমবার বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে পিটুপি নামক কারখানাটিতে আগুন লাগে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ফার্নিচারের কারখানাটিতে রঙ, স্পিরিট, তারপিন, কাঠসহ বিভিন্ন ধরনের দাহ্য বস্তু ছিল। যে কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনে নিহত দুজনই কারখানার কর্মী। এর মধ্যে রনি (১৭) নামে একজনের পরিচয় পাওয়া গেছে। আরেকজনের পরিচয় জানার চেষ্টা চলছে।
দুজনের মৃত্যুর খবর নিশ্চিত করে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ফারুক হোসেন শিকদার ঢাকা পোস্টকে বলেন, প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় ৫টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের দশটি গাড়ি আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। কারখানাটিতে ৭০ জনের মতো শ্রমিক কাজ করতেন। আগুন লাগার পর দুজন আটকা পড়ে মারা গেছেন।
কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে সেই সম্পর্কে জানা যায়নি। তদন্ত শেষে বলা যাবে। ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে মালিকপক্ষের সঙ্গে কথা বলে তদন্ত শেষে জানা যাবে- বলেন এ কর্মকর্তা।
কেএম/আরএইচ