আলজাজিরার প্রতিবেদনে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা : আইএসপিআর

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরায় ‘অল দ্য প্রাইম মিনিস্টারস ম্যান’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনটির প্রতিবাদ জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। আজ (মঙ্গলবার) বিকেলে আইএসপিআর থেকে পাঠানো বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।
আলজাজিরার প্রতিবেদনটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, ভিত্তিহীন ও বানোয়াট দাবি করে সকালে বিবৃতি দিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ও।
আলজাজিরার প্রতিবেদনটি সাম্প্রতিক সময়ে দেশকে অস্থিতিশীল করতে চাওয়া একটি স্বার্থান্বেষী মহলের চক্রান্তের পুনরাবৃত্তি বলেও উল্লেখ করা হয়েছে। এ ছাড়াও প্রতিবেদনে দেখানো আরও নানা বিষয়েও প্রতিবাদ জানিয়েছে আইএসপিআর। প্রতিবেদনের মন্তব্যকারীরা হলেন- আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দোষী সাব্যস্ত ডেভিড বার্গম্যান, মাদকাসক্তির অভিযোগে বাংলাদেশ সামরিক একাডেমি থেকে বহিষ্কৃত প্রাক্তন ক্যাডেট জুলকারনাইন সায়ের খান (প্রতিবেদনে সামি হিসাবে চিহ্নিত) এবং ‘কুখ্যাত’ নেত্র নিউজের প্রধান সম্পাদক তাসনিম খলিল। অসৎউদ্দেশ্যপ্রণোদিত এই ব্যক্তিদের মধ্যকার যোগসূত্র তাদের অতীত স্পষ্ট দৃশ্যমান বলেও উল্লেখ করা হয়েছে এতে।
আল-জাজিরার মতো কোনো আন্তর্জাতিক নিউজ চ্যানেল কীভাবে এ ধরনের অপরাধের রেকর্ড থাকা অসৎউদ্দেশ্যপ্রণোদিত ব্যক্তিদের সঙ্গে নিজেকে যুক্ত করতে পারে তা স্পষ্ট নয়। প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন অফিসিয়াল, সামাজিক এবং ব্যক্তিগত ইভেন্টের ক্লিপ একসাথে যুক্ত করে ভিডিওটি তৈরি করা হয়েছে। সংযোগহীন বেশ কয়েকটি ঘটনার ভিডিওচিত্রের ব্যকগ্রাউন্ডে ভয়েস যুক্ত করা হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনী ইসরায়েল থেকে মোবাইল ইন্টারসেপ্টর ডিভাইস নিয়েছে বলে প্রতিবেদনে যে তথ্য দেওয়া হয়েছে তার নিন্দা জানিয়েছে আইএসপিআর। এতে আরও বলা হয়েছে, সত্য হলো জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে মোতায়েনের উদ্দেশ্যে সেনাবাহিনীর একটি কন্টিনজেন্টের জন্য হাঙ্গেরি থেকে সরঞ্জাম সংগ্রহ করা হয়েছিল। সরঞ্জামগুলির মধ্যে কোথাও উল্লেখ ছিল না আ লেখা ছিল যে, এগুলো ইসরায়েলে তৈরি। বাংলাদেশের সাথে ইসরায়েলের আনুষ্ঠানিক কোনো কূটনৈতিক সম্পর্ক না থাকার কারণে দেশটি থেকে প্রতিরক্ষা সহযোগিতার কোনো সুযোগ নেই।
এনএম/এনএফ