জাতীয় উৎপাদনশীলতা পুরস্কার পাচ্ছে ৩৩টি প্রতিষ্ঠান

শিল্প খাতে বিশেষ অবদানের জন্য ৩৩টি শিল্প ও সেবা প্রতিষ্ঠানকে জাতীয় উৎপাদনশীলতা পুরস্কারের জন্য নির্বাচিত করেছে শিল্প মন্ত্রণালয়। এর মধ্যে ন্যাশনাল প্রোডাকটিভিটি অ্যান্ড কোয়ালিটি অ্যাক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০১৯ এর জন্য ৩১টি শিল্প ও সেবা প্রতিষ্ঠানকে এবং ইনস্টিটিউশনাল অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ডের ২টি ট্রেডবডি ও এসোসিয়েশনকে নির্বাচিত করা হয়েছে।
বুধবার (৩ ফেব্রুয়ারি) শিল্প মন্ত্রণালয়ের বৈদেশিক প্রশিক্ষণ ও এনপিও শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন ইস্যু করা হয়েছে। শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নিলুফার জেসমিন খান স্বাক্ষর করা আদেশ সূত্রে বিষয়টি জানা গেছে।
এবার মোট ৫টি বিভাগে পুরস্কার দেওয়া হচ্ছে। এর মধ্যে বৃহৎ শিল্প ক্যাটাগরিতে ১৬টি, মাঝারি শিল্পে ৮টি, ক্ষুদ্র শিল্পে ২টি, মাইক্রো শিল্পে দুটি, রাষ্ট্রায়ত্ত শিল্প হিসেবে তিনটি প্রতিষ্ঠান এবং ট্রেডবডি ও এসোসিয়েশন ক্যাটাগরিতে দুইটি প্রতিষ্ঠানকে ইনস্টিটিউশনাল অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড-২০১৯ প্রদানের জন্য নির্বাচিত করা হয়েছে।
পুরস্কারের মধ্যে বৃহৎ শিল্প ক্যাটাগরিতে নির্বাচিতরা
ইস্পাত ও প্রকৌশল খাতে বঙ্গ বিল্ডিং ম্যাটেরিয়ালস লিমিটেড, আরএফএল ইলেকট্রনিক্স লিমিটেড ও রংপুর মেটাল ইন্ডাষ্ট্রিজ লিমিটেড, খাদ্য শিল্পে- ইস্পাহানি টি লিমিটেড ও নাটোর এগ্রো লিমিটেড, টেক্সটাইল ও আরএমজি খাতে- প্লামি ফ্যাশনস লিমিটেড, ইউনিভার্সাল জিনস লিমিটেড ও জেনেসিস ওয়াশিং লিমিটেড, প্লাস্টিক শিল্পে আরএফএল প্লাস্টিকস লিমিটেড ও ডিউরেবল প্লাস্টিক লিমিটেড, পাট শিল্পে নির্বাচিত দুই প্রতিষ্ঠান হলো আকিজ জুট মিলস লিমিটেড ও আইয়ান জুট মিলস লিমিটেড, সেবা খাতে ওয়ান ব্যাংক লিমিটেড ও সোনার বাংলা ইনস্যুরেন্স লিমিটেড, আইটি খাতে ব্রেইন স্টেশন ২৩ লিমিটেড এবং ফার্নিচারে হাতিল কমপ্লেক্স লিমিটেডকে নির্বাচিত করা হয়েছে।
মাঝারি শিল্প ক্যাটাগরিতে যে শিল্প ও সেবা প্রতিষ্ঠানগুলোকে নির্বাচিত করা হয়েছে
ইস্পাত ও প্রকৌশল খাতে গ্রেট ওয়েল লিমিটেড, খাদ্য শিল্পে- নির্দান ফ্লাওয়ার লিমিটেড ও রোমানিয়া ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড, টেক্সটাইল ও আরএমজি খাতে- কনসেপ্ট নীটিং লিমিটেড, প্লাস্টিক শিল্পে- বঙ্গ প্লাস্টিক ইন্টারন্যাশনাল লিমিটেড এবং অন্যান্য খাত হিসাবে প্যাকম্যাট ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বসুমতি ডিস্ট্রিবিউশন লিমিটেড ও কিউ এন এস শিপিং লজিস্টিকস লিমিটেডকে নির্বাচিত করা হয়েছে।
ক্ষুদ্র শিল্প ক্যাটাগরিতে পুরস্কারের জন্য এস আর হান্ডিক্রাফটস ও রংপুর ফাউন্ড্রি লিমিটেডকে নির্বাচিত করা হয়েছে।
মাইক্রো শিল্প ক্যাটাগরিতে মাসকো ডেইরী এন্টারপ্রাইজ ও জনতা ইঞ্জিনিয়ারিং এবং রাষ্ট্রায়ত্ত শিল্প হিসেবে গাজী ওয়্যারস লিমিটেড, কেরু অ্যান্ড কোম্পানি লিমিটেড ও বাংলাদেশ প্রানিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে নির্বাচিত করা হয়েছে।
এছাড়া ট্রেডবডি ও এসোসিয়েশন ক্যাটাগরিতে যৌথভাবে বাংলাদেশ অ্যামপ্ল্যয়ার্স ফেডারেশন ও ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিকে নির্বাচিত করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় অর্থনীতিতে শিল্প খাতের অবদানের স্বীকৃতি প্রদান, প্রণোদনা সৃষ্টি এবং সৃজনশীলতাকে উৎসাহিত করতে বেসরকারি খাতে শিল্প স্থাপন, কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ৫টি ক্যাটাগরিতে খাত ও উপখাত ভিত্তিক পুরস্কার প্রদানের জন্য প্রতিষ্ঠানগুলোকে নির্বাচিত করা হয়েছে। ২০১২ সাল থেকে এ পুরস্কার দেওয়া শুরু করা হয়। তখন ১৭টি শিল্প ও সেবা প্রতিষ্ঠানকে নির্বাচিত করা হয়েছিল।
আরএম/এমএইচএস