দুপুরে বেড়েছে ভোটারদের উপস্থিতি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে ভোটের শুরুতে উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে জনসমাগম। উৎসবমুখর পরিবেশে ভোট দিতে কেন্দ্রে হাজির হন ভোটাররা।
নারায়ণগঞ্জ মহানগরীর ঈশা খাঁ রোডের কিল্লারপুল এলাকায় বিবি মরিয়ম বালিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে দুপুর দেড়টায় গিয়ে দেখা গেল, শত-শত ভোটারের সারিবদ্ধভাবে দাঁড়ানো। হাজীগঞ্জ রোড, মোকরবা রোড, নগর খানপুর রোডসহ আশপাশের এলাকাগুলো থেকে ভোটারেরা এসেছেন ভোট দিতে।
বিবি মরিয়ম বালিকা উচ্চ বিদ্যালয়ের নিচ তলায় একটি কক্ষে নারী ভোটাররা ভোট দিচ্ছিলেন। কিন্তু ভোট দিতে গিয়ে তাদের সময় বেশি লাগছে বলে অভিযোগ তাদের।
অভিযোগকারীদের একজন বিথী আচার্য ঢাকা পোস্টকে বলেন, দুপুর ১২টার পরপরই লাইনে দাঁড়িয়েছি। কিন্তু লাইন সামনের দিকে এগোচ্ছে না।

বিথীর কাছ থেকে জানা গেল, তার স্বামী ও ছেলে-মেয়ে এই কেন্দ্রে আগেই ভোট দিয়েছেন। সংসারের কাজকর্ম গুছিয়ে তিনি পরিবারের মধ্যে সবার শেষে ভোটকেন্দ্রে এসেছেন। কিন্তু দাঁড়িয়ে থাকতে থাকতে তিনি বিরক্ত। অন্য সবার মতো তিনিও ইভিএমে ভোট দেবেন।
ইভিএমে ভোট দেওয়ার পদ্ধতি কীভাবে শিখেছেন- জানতে চাইলে বিথী আচার্য বলেন, আমার ছেলে আমাকে শিখিয়েছে কীভাবে ইভিএমে ভোট দিতে হবে। ইভিএমে ভোট দিতে আমার কোনো সমস্যা হবে বলে মনে হয় না।
ভোট দিতে ধীরগতি ও সার্বিক পরিস্থিতির বিষয়ে জানতে চাইলে প্রিসাইডিং অফিসার মাহবুবুর রহমান ঢাকা পোস্টকে বলেন, এই স্কুলে তিনটি কেন্দ্র রয়েছে। আমি ৭৭ নম্বর কেন্দ্রের প্রিসাইডিং অফিসার। এখানে নারী ভোটার আছেন দুই হাজার ৫৭৯ জন। দুপুর ১২টা পর্যন্ত ২৬ শতাংশ ভোট পড়েছে। আর দুপুর দেড়টা পর্যন্ত ভোট পড়েছে প্রায় ৩৫ শতাংশ।
তিনি বলেন, হঠাৎ ভোটারদের উপস্থিতি বেড়েছে। ভোটদানে যাতে বিলম্ব না হয় সেই বিষয়ে আমরা সতর্ক রয়েছি। কোনো বিশৃঙ্খলা যাতে না হয় সে ব্যাপারেও ব্যবস্থা গ্রহণ করছি।
তার পাশে দাঁড়ানো ভোটার বিপ্লব চন্দ্র দাস বলেন, আমি এত সুন্দর ভোট আর কখনো দেখিনি। জাতীয় নির্বাচনের চেয়েও এই সিটি নির্বাচন অনেক সৌন্দর্য বাড়িয়েছে। আমি সুতার ব্যবসা করি। আমার বাসা নগর খানপুরে। আমি ভোট দিয়েছি। তার আগে আমার মা মমতা রানী দাস ৬৮ বছর বয়সেও এই নির্বাচনে ভোট দিয়েছেন। আমার স্ত্রী লিপি রায় দুর্গাও ভোট দিয়েছেন। আমরা শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিয়েছি।

রোববার সকাল ৮টায় শুরু হয় ভোটগ্রহণ। ১৯২টি কেন্দ্রে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। সব কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম পদ্ধতিতে ভোট হচ্ছে।
গত ৩০ নভেম্বর নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। নির্বাচনে মেয়র পদে সাত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীক নিয়ে সেলিনা হায়াত আইভী। এর আগে দুবার নাসিকের মেয়র নির্বাচিত হন তিনি। স্বতন্ত্র প্রার্থী হিসেবে হাতি প্রতীক নিয়ে নির্বাচন করছেন বিএনপির বহিষ্কৃত নেতা তৈমূর আলম খন্দকার, খেলাফত মজলিসের এ বি এম সিরাজুল মামুন দেয়ালঘড়ি, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা মো. মাছুম বিল্লাহ হাতপাখা, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. জসীম উদ্দিন বটগাছ, বাংলাদেশ কল্যাণ পার্টির মো. রাশেদ ফেরদৌস হাতঘড়ি এবং স্বতন্ত্র প্রার্থী কামরুল ইসলাম ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচন করছেন।
এছাড়া সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ১৪৮ জন এবং সংরক্ষিত নয়টি ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩২ জন।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা পাঁচ লাখ ১৭ হাজার ৩৬১ জন। এর মধ্যে পুরুষ ভোটার দুই লাখ ৫৯ হাজার ৮৪৬ জন এবং নারী ভোটার দুই লাখ ৫৭ হাজার ১১১ জন। ট্রান্সজেন্ডার ভোটার রয়েছেন চারজন।
পিএসডি/ওএফ