নেপালে অন-অ্যারাইভাল ভিসার অনুমতি নিতে হবে বাংলাদেশ থেকেই

দীর্ঘ কয়েকবছর ধরে নেপালে ‘ভিসা অন-অ্যারাইভাল’ (বিমানবন্দরে নেমে ভিসা পাওয়া) এর সুবিধা পাচ্ছিলেন বাংলাদেশের যাত্রীরা। তবে বর্তমানে করোনাকালীন সময়ে নেপাল প্রবেশে পরিবর্তন এনেছে দেশটির সিভিল এভিয়েশন।
আগামী ১৮ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) দীর্ঘ ১১ মাস পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নেপালের কাঠমান্ডু রুটে ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে। এয়ারলাইন্সটিকে নতুন এই নিয়ম সম্পর্কে অবগত করে একটি চিঠি দিয়েছে নেপাল।
চিঠিতে জানানো হয়, নেপালে প্রবেশে এখন থেকে ভিসার প্রয়োজন হবে। যারা ট্যুরিস্ট বা পর্যটক হিসেবে নেপালে যাবেন তাদেরকে বাংলাদেশ থেকেই ভিসা নিয়ে যেতে হবে। তবে কেউ যদি অন-অ্যারাইভাল ভিসার সুযোগ নিতে চান তাহলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রি-অ্যাপ্রুভাল বা রেকমেন্ডেশন লেটার (সুপারিশ চিঠি) নিতে হবে।
নেপাল যেতে ইচ্ছুক যাত্রীদের উদ্দেশে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়েবসাইটে এ তথ্য জানিয়েছে বিমান। এতে আরও বলা হয়েছে, নেপালের যাত্রীদের ফ্লাইটের সময়ের ৭২ ঘণ্টার মধ্যে কোভিড-১৯ পিসিআর টেস্ট করাতে হবে। পাশাপাশি কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেটের ৮টি প্রিন্ট করা কপি সঙ্গে রাখতে হবে। পাঁচ বছরের নিচের শিশুদের সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক নয়।
তবে বাংলাদেশ ও নেপালের কূটনীতিক, তাদের পরিবার, নেপালের নাগরিকদের বাংলাদেশ থেকে নেপালে যেতে করোনা পরীক্ষা না করলেও চলবে। যদিও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নির্দেশনা অনুযায়ী বাংলাদেশের বিমানবন্দর ছাড়তে হলে সবার কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক।
নেপালে যাওয়া-আসার সময় যাত্রীদের মাস্ক, হ্যান্ডগ্লোভস পরে ও সামাজিক দূরত্ব মেনে চলাচল করতে হবে। এছাড়াও যাত্রীদের সবাইকে নেপাল যাওয়ার আগেই https://ccmc.gov.np/arms/person_add_en.php লিংকে লগইন করে ফরমটি অনলাইনে পূরণ করে যেতে হবে।
গত রোববার প্রায় ১১ মাস পর ঢাকা থেকে কাঠমান্ডু রুটে ফ্লাইট চলাচলের ঘোষণা দেয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী ১৮ ফেব্রুয়ারি প্রথমবারের মতো কাঠমান্ডু যাবে তারা।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম-জনসংযোগ) তাহেরা খন্দকার বলেন, ১৮ ফেব্রুয়ারি থেকে প্রতি সোম ও বৃহস্পতিবার ঢাকা-কাঠমান্ডু-ঢাকা রুটে ফ্লাইট চলবে। ফ্লাইটের টিকিট কাটা যাবে বিমানের মোবাইল অ্যাপস, ওয়েবসাইট, ট্রাভেল এজেন্ট, ট্যুর অপারেটর, বিমানের কল সেন্টার এবং সেলস কাউন্টার থেকে। নেপাল যাওয়ার জন্য যাত্রীদের সেই দেশের সব ধরনের নিয়ম-কানুন মেনে ফ্লাইটে উঠতে হবে।
এআর/জেডএস