বায়েজিদে শিল্প এলাকায় চাঁদাবাজ চক্রের ২ সদস্য গ্রেফতার

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার শিল্প কারখানা এলাকায় চাঁদাবাজি চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২২ জানুয়ারি) রাত ১১টার দিকে টিবোর্ড সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার দুজন হলেন- মোহাম্মদ ইসমাইল (২৬) ও মো. ফরিদ (৩০)। ফরিদের বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় আরও ছয়টি মামলা রয়েছে।
রোবববার (২৩ জানুয়ারি) চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান ঢাকা পোস্টকে বলেন, এ চাঁদাবাজ চক্রে ছয়জন রয়েছে। এরমধ্যে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
তিনি বলেন, বায়েজিদ বোস্তামী থানা এলাকায় প্রচুর শিল্প কারখানা রয়েছে। বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান তাদের নতুন স্থাপনা করতে গেলে এই চক্রটি শিল্পপ্রতিষ্ঠানের কাছ থেকে মোটা অংকের টাকা চাঁদা দাবি করতো। তাদের দাবিকরা চাঁদা আদায় না হলে শিল্পপ্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকদের মারধরসহ বিভিন্ন হুমকি দেয়।
পুলিশ কর্মকর্তা কামরুজ্জামান বলেন, নাসিরাবাদ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া টিবোর্ড সংলগ্ন পিটুপি ফার্নিচার ফ্যাক্টরির নির্মাণ কাজ চলছে। কিন্তু নুরু উদ্দিন, মো. বাবু, মোহাম্মদ ইসমাইল, মো. ফরিদ, মো. হোসেন ও ওসমান গনি মিলে ফ্যাক্টরিতে গিয়ে হুমকি দিয়ে বলে, নির্মাণ কাজ তাদের দিয়ে করাতে হবে। তা না হলে তাদের ৫ লাখ চাঁদা দিতে হবে। ফ্যাক্টরি কর্তৃপক্ষ চাঁদা দিতে অস্বীকার করলে ইঞ্জিনিয়ার ও স্টোর কিপারকে কাজ বন্ধ রাখতে বলে এবং বিভিন্ন ভয়ভীতি দেখায়। এই ঘটনা ফ্যাক্টরি কর্তৃপক্ষ বায়েজিদ বোস্তামী থানা পুলিশকে জানালে ২২ জানুয়ারি রাতে তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুজনকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় নাজমুল বিন আবেদিন নামে একজন বাদী হয়ে বায়েজিদ বোস্তামী থানায় ২২ জানুয়ারি মামলা দায়ের করেছেন।
কেএম/এসএম