৬৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
২৪ জানুয়ারি ২০২২, ০২:০৮ পিএম

গাজীপুরের পূবাইল থেকে ৬ হাজার ৮০০ পিস ইয়াবাসক এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব।
সোমবার (২৪ জানুয়ারি) দুপুরে র্যাব-১ এর সহকারী পরিচালক (অপস্ অফিসার) সহকারী পুলিশ সুপার নোমান আহমদ জানান, গত ২৩ জানুয়ারি সন্ধ্যায় র্যাব-১, উত্তরার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের পূবাইল থানাধীন পূবাইল বাসস্ট্যান্ড দেওয়ান সুপার মার্কেটের বিসমিল্লাহ গ্লাস অ্যান্ড থাই অ্যালুমিনিয়াম পয়েন্ট দোকানের সামনে অভিযান চালিয়ে মো. আনোয়ার হোসেনকে আটক করে।
এসময় তার কাছ থেকে ৬ হাজার ৮০০ পিস ইয়াবা এবং ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও আটক আনোয়ারকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
জেইউ/এনএফ