ঢাকা থিয়েটার মঞ্চের নাট্যমেলায় আজ থাকছে ‘কঞ্জুস’

প্রতিষ্ঠার ৩৩ বছর উদযাপন করছে ঢাকা থিয়েটার মঞ্চ। শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে আয়োজন করা হয়েছে চার দিনব্যাপী নাট্যমেলা। ‘সম্প্রীতির জন্য নাটক’ স্লোগানে মঙ্গলবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় নাট্যমেলার উদ্বোধন করেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। এই নাট্যমেলা শুক্রবার (২৮ জানুয়ারি) শেষ হবে। মেলার তৃতীয় দিনে আজ মঞ্চায়ন হবে নাটক ‘কঞ্জুস’।
প্রথম দিনে উদ্বোধনী আনুষ্ঠানিকতার পর মঞ্চায়ন হয় আফরিন হুদা তোড়ার রচনা ও নির্দেশনায় ঢাকা থিয়েটার মঞ্চের প্রযোজনায় ১০ মিনিটের নাটিকা ‘ভাস্কর্য’। এছাড়া দৃষ্টিপাত নাট্যদলের নাটক ‘সে এক স্বপ্নের রাত’ মঞ্চস্থ হয়। নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন খন্দকার তাজমি নূর।
নাট্যমেলার দ্বিতীয় দিন বুধবার মঞ্চস্থ হয় ঢাকা থিয়েটার মঞ্চ প্রযোজনা ‘বহিপীর’। সৈয়দ ওয়ালীউল্লাহ ‘বহিপীর’ রচনা করেছিলেন উনিশ শতকের শেষভাগ কিংবা বিশ শতকের সূচনালগ্নের পটভূমিতে। ২০১৮ সালে নাট্য সংগঠন ‘ঢাকা থিয়েটার মঞ্চ’ এই নাটকটি মঞ্চে নিয়ে আসে। সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত নাটকটির বিনির্মাণ ও নির্দেশনা দিয়েছেন আফরিন হুদা তোড়া।
তৃতীয় দিনে বৃহস্পতিবার মঞ্চায়ন হবে লোক নাট্যদলের নাটক ‘কঞ্জুস’। মলিয়েরের ‘দ্য মাইজার’ অবলম্বনে নাটকটির রূপান্তর করেছেন তারিক আনাম খান। নির্দেশনা দিয়েছেন লিয়াকত আলী লাকী।
নাট্যমেলার শেষ দিন শুক্রবার মঞ্চায়ন হবে ঢাকা থিয়েটার মঞ্চের নাটক ‘বীরসা মুন্ডা’। অলোক দেবের রচনায় নাটকটি নির্দেশনা দিয়েছেন শারমিন হুদা।
প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনটি পঁচাত্তরে ঘাতকের হাতে সপরিবার নিহত জাতির পিতা বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধে লাখো শহীদের প্রতি উৎসর্গ করা হয়েছে।
এসএসএইচ
