চুরি হয়নি সেই প্রবাসীর লাগেজ, ভুলে নিয়ে যান আরেকজন

Dhaka Post Desk

নিজস্ব প্রতিবেদক

২৮ জানুয়ারি ২০২২, ১১:২৬ পিএম


চুরি হয়নি সেই প্রবাসীর লাগেজ, ভুলে নিয়ে যান আরেকজন

দীর্ঘ ১৩ বছর সৌদি আরবে থেকে দেশে ফেরেন রাকিব। সৌদি আরব থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে মূল্যবান জিনিসসহ হারিয়ে ফেলেন লাগেজ। এ ঘটনায় কান্নায় ভেঙে পড়েন রাকিব। তার আহাজারির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

তবে লাগেজ হারানোর ২৪ ঘণ্টার মধ্যেই তা উদ্ধার করে রাকিবের হাতে তুলে দিয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্বরত আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

এপিবিএন সূত্রে জানা যায়, প্রায় ১৩ বছর সৌদি আরবে ছিলেন নড়াইলের কালিয়া থানা এলাকার বাসিন্দা রাকিব। ভিসা না থাকায় বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) বেলা ৩টায় সৌদি আরব থেকে দেশে ফেরেন। তবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেই ঘটে বিপত্তি। হারিয়ে ফেলেন লাগেজ ও মূল্যবান সামগ্রী। লাগেজে সাড়ে ৭ লাখ টাকা সমমূল্যের চেক ছিল বলে দাবি করেন রাকিব। লাগেজটি হারানোর পর অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে এপিবিএন অফিসে যোগাযোগ করেন রাকিব।

এর মধ্যেই রাকিবের কান্নাজড়িত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেই ভিডিওতে রাকিব বলেন, বিমানবন্দরের বাইরে থেকে চুরি হলে ভিন্ন কথা ছিল। কিন্তু লাগেজটি বিমানবন্দরের ভেতর থেকে হারিয়ে যায়। চার বছর পর দেশে আসছি। লাগেজের ভেতর ব্যাংকের সাতটি চেক ছিল, তাতে বাংলাদেশি টাকায় সাড়ে সাত লাখ টাকা হয়।

আরও জানা যায়, রাকিবের এই অসহায় অবস্থা দেখে এপিবিএন নানা তৎপরতা শুরু করে দেয় লাগেজ উদ্ধারে। ঘটনার সময় ও ঘটনার পরবর্তী সময়ের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আজ (শুক্রবার) হারানো লাগেজটি উদ্ধার করে এপিবিএন।

শুক্রবার (২৮ জানুয়ারি) বিকেলে লাগেজটি উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মদ জিয়াউল হক জিয়া।

তিনি বলেন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সৌদিপ্রবাসী রাকিবের লাগেজটি উদ্ধার করা হয়েছে। আসলে তার লাগেজটি চুরি হয়নি। ভুলে অন্য একজন রাকিবের লাগেজটি নিয়ে গিয়েছিলেন এবং নিজের লাগেজটি রেখে গিয়েছিলেন।

তিনি আরও বলেন, বিমানবন্দর থেকে কারও লাগেজ চুরি হওয়ার সুযোগ নেই। এখানে আমাদের এপিবিএন টিমসহ অন্যান্য নিরাপত্তাকর্মীরা সার্বক্ষণিক কাজ করেন।

এমএসি/এইচকে

Link copied