ভাষানটেক পুনর্বাসন প্রকল্প পুনরায় চালুর দাবি

ভাষানটেক পুনর্বাসন প্রকল্প পুনরায় চালু করে ফ্ল্যাট নির্মাণের মাধ্যমে বস্তিবাসী ও নিম্নবিত্তদের মধ্যে সেগুলো বরাদ্দসহ ৭ দফা দাবি জানিয়েছে ভাষানটেক পুনর্বাসন প্রকল্প বাস্তবায়ন সংগ্রাম পরিষদ।
শনিবার (২৯ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে পরিষদের সভাপতি আব্দুর রউফ আকন্দ এসব দাবি জানান।
পরিষদের অন্যান্য দাবিগুলো হচ্ছে- প্রকল্পের জন্য বরাদ্দকৃত জমি অন্য কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থার নামে বরাদ্দ বা প্রতিষ্ঠান নির্মাণ করার অনুমতি প্রদান না করা; নর্থ-সাউথ প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেডের আমলে ফাইলিংসহ যেসব বিল্ডিং আংশিক নির্মাণাধীন অবস্থায় আছে তা ছাড়া প্রকল্পের অন্য খালি জায়গায় বিশেষজ্ঞদের মতামত গ্রহণ করে নতুন করে প্রকল্পের একটি সামগ্রিক মাস্টার প্ল্যান করতে হবে; বরাদ্দ প্রাপ্তদের ফ্ল্যাটের অনুকূলে সর্বনিম্ন লাভে ব্যাংক লোন প্রদান এবং দীর্ঘ মেয়াদি কিস্তিতে পরিশোধের ব্যবস্থা গ্রহণ করা; প্রকল্পের প্রতিটি উন্নয়ন কাজে বস্তিবাসী ও নিম্নবিত্তদের প্রতিনিধি হিসেবে ‘ভাষাণটেক পুনর্বাসন প্রকল্প বাস্তবায়ন সংগ্রাম পরিষদ’কে সম্পৃক্ত রাখতে হবে।
সংবাদ সম্মেলন থেকে বলা হয়, ভূমি মন্ত্রণালয়ের আওতায় এই প্রকল্প আজ ১২ বছর অতিক্রম করেছে। তবে এখন পর্যন্ত একটি বিল্ডিংও নির্মাণ হয়নি। বন্ধ হয়ে পড়ে আছে প্রকল্পের ফ্ল্যাট নির্মাণের কাজ।
এ সময় উপস্থিত ছিলেন পরিষদের কার্যকরী সভাপতি মো. আব্দুল জাব্বার মিয়া, সিনিয়র সহ সভাপতি মো. রতন খান, সাধারণ সম্পাদক মো. রতন খান প্রমুখ।
এমএইচএন/এমএইচএস