শেখ রাসেল কমপ্লেক্সে সোলার প্যানেলের আগুন নিভেছে

রাজধানীর গুলিস্তানে শেখ রাসেল কমপ্লেক্সে আগুন নিভেছে। বুধবার (২ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে আগুন পুরোপুরি নিভিয়ে ফেলে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া) শাহজাহান সিকদার জানান, প্রাথমিকভাবে ফোন করে ভবনের দ্বিতীয় তলায় আগুন বলা হলেও দুর্ঘটনাস্থল থেকে জানানো হয়েছে, চতুর্থ তলার ছাদের নিজস্ব সোলার প্যানেল বোর্ডে আগুন লেগেছিল।
ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ১২টা ১৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। তখন কিছুটা ধোঁয়া থাকলেও ১২টা ২০ মিনিটে আগুন পুরোপুরি নিভে যায়।
তিনি বলেন, আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। নির্বাপণকারী দল রিপোর্ট করার পর বিস্তারিত জানা যাবে।
এআর/এমএইচএস