হেলমেটে ৫১২৮ পিস ইয়াবা, কারবারি আটক

হেলমেটের ভেতরে অভিনব কায়দায় ইয়াবা লুকিয়ে পাচারকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ৫ হাজার ১২৮ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশের এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আটকের নাম মো. মনির (৩৮)। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত সোয়া ১১টার দিকে রাজধানীর সায়দাবাদ এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়।
শনিবার (৫ ফেব্রুয়ারি) র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবির সোয়েব বলেন, মাদকের চালান সংক্রান্ত গোপন তথ্যের ভিত্তিতে গতকাল রাত সোয়া ১০টার দিকে র্যাব-১০ এর একটি দল রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন সায়েদাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় চেকপোস্টের সামনে হেলমেট পরিহিত মনির নামে একজনকে জিজ্ঞাসাবাদ করা হয়। রাত সোয়া ১১টার দিকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে হেলমেটের ভেতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৫ হাজার ১২৮ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।
এনায়েত কবির সোয়েব বলেন, আটক মনির একজন মাদক ব্যবসায়ী। তিনি বেশ কিছুদিন ধরে যাত্রাবাড়ীসহ ঢাকার বিভিন্ন এলাকায় এই অভিনব কায়দায় ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিলেন। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।
জেইউ/আইএসএইচ