চীনে বাংলাদেশি শিক্ষার্থীদের ফিরিয়ে নেওয়ার দাবি মুক্তিযুদ্ধ মঞ্চে

চীনে অধ্যয়নরত পাঁচ হাজার বাংলাদেশি শিক্ষার্থীদেরকে অবিলম্বে চীনে ফিরিয়ে নেওয়ার দাবিতে ভুক্তভোগী শিক্ষার্থীদেরকে সঙ্গে নিয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। শনিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক আল মামুনের সঞ্চালনায় উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি শাহীন সিকদার। বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি রোমান হোসাইন, ঢাবি শাখার সভাপতি সনেট মাহমুদ, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম মাহিম, চীন ফেরত ভুক্তভোগী শিক্ষার্থী মিজানুর রহমান, হাসিব ও কামরুল হাসান।
মানববন্ধনে ঢাবি শাখার সভাপতি সনেট মাহমুদ বলেন, বাংলাদেশি শিক্ষার্থীদের প্রতি চীন সরকারের চরম বৈষম্যমূলক নীতির বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। চীনে প্রায় পাঁচ হাজার বাংলাদেশি শিক্ষার্থী বিভিন্ন বিষয়ে অধ্যয়ন করছেন। করোনা সংকটে তাদেরকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার পর আজও বাংলাদেশি শিক্ষার্থীদেরকে চীনে ফেরত নেওয়া হয়নি।
চীন ফেরত ভুক্তভোগী শিক্ষার্থী কামরুল হাসান বলেন, বিশ্বের সব দেশের শিক্ষার্থীরা চীনে যেতে পারলেও আমরা কেন যেতে পারছি না। চীন সরকার আমাদের সঙ্গে অন্যায় আচরণ করছে। আমাদের ভবিষ্যৎ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। দাবি না মানা হলে আমরা আরও কঠোর আন্দোলন গড়ে তুলব।
আরেক ভুক্তভোগী শিক্ষার্থী মিজানুর রহমান বলেন, করোনা সংকট স্বাভাবিক হওয়ার পর পাকিস্তানসহ অন্যান্য দেশের শিক্ষার্থীদেরকে চীনে ঢুকতে দেওয়া হচ্ছে কিন্তু বাংলাদেশিদের নেওয়া হচ্ছে না। চীন সরকার আমাদের সঙ্গে পক্ষপাতমূলক আচরণ করছে যা কখনোই কাম্য নয়। শিক্ষা জীবন ব্যাহত হওয়ার কারণে আমাদের ভবিষ্যৎ ধ্বংসের দ্বারপ্রান্তে।
সাধারণ সম্পাদক আল মামুন বলেন, করোনা সংকট স্বাভাবিক হওয়ার পর বিশ্বের প্রায় সব দেশে বাংলাদেশি শিক্ষার্থীরা যেতে পারলেও প্রায় দুই বছর যাবত চীন সরকার অন্যায়ভাবে বাংলাদেশের হাজারো শিক্ষার্থীকে চীনে প্রবেশের অনুমতি দিচ্ছে না, যা কূটনৈতিক শিষ্টাচারের চরম লঙ্ঘন। এ ব্যাপারে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নীরবতা আমাদেরকে হতাশ করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়কে যথাযথ উদ্যোগ ও কার্যকরী ব্যবস্থা নিতে হবে।
এইচআর/ওএফ