ডোপ টেস্ট সচেতনতায় মাঠে উত্তরা বিআরটিএ

পেশাদার ড্রাইভিং লাইসেন্স চালকদের ডোপ টেস্ট সনদ দেওয়ার ক্ষেত্রে সচেতনতা বাড়ানোর জন্য বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) উত্তরা সার্কেল নিয়মিত সচেতনমূলক কর্মসূচি গ্রহণ করেছে। এর অংশ হিসেবে রোববার সকাল ১০টায় বিআরটিএ উত্তরা সার্কেল কার্যালয় ও সংলগ্ন সড়কগুলোয় গাড়িচালকদের মধ্যে লিফলেট বিতরণ করা হয়।
বিআরটিএ উত্তরা সার্কেল প্রাঙ্গণে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ওই কার্যালয়ের সহকারী পরিচালক (ইঞ্জি.) মো. শহিদুল আযম।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নকল্পে গত ৩০ জানুয়ারি থেকে পেশাদার মোটরযান চালকদের ড্রাইভিং লাইসেন্স ইস্যু ও নবায়নকালে প্রার্থীর আবেদন আবেদনপত্রের সঙ্গে সরকারি হাসপাতালে সম্পাদিত সনদ দাখিল করা শুরু হয়েছে। এতে কোনো বিরূপ মন্তব্য থাকলে পেশাদার ড্রাইভিং লাইসেন্স ইস্যু করা হবে না। দেশের সব সরকারি হাসপাতাল ও ঢাকা মহানগরীর ৬টি হাসপাতালে ডোপ টেস্ট করা যাবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ড্রাইভার ট্রেনিং সেন্টারের চেয়ারম্যান নুর নবী শিমু, বিআরটিএ উত্তরা সার্কেলের মোটরযান পরিদর্শক আব্দুল মান্নান, সহকারী পরিচালক (ইঞ্জি.) শেখ মোহাম্মদ ইমরান।
জানা গেছে, বিআরটিএ উত্তরা সার্কেল প্রতি সপ্তাহে নিয়মিতভাবেই এই কর্মসূচি পালন করবে।
পেশাদার ড্রাইভিং লাইসেন্স গ্রহণ কিংবা নবায়নের জন্য প্রার্থীর ডোপ টেস্ট সনদ দাখিল সংক্রান্ত নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিআরটিএ।
প্রকাশিত বিজ্ঞপ্তিতে, ৩০ জানুয়ারি থেকে পেশাদার মোটরযান চালকদের ড্রাইভিং লাইসেন্স ইস্যু কিংবা নবায়নকালে প্রার্থীর আবেদনপত্রের সঙ্গে সরকারি হাসপাতাল কর্তৃক সম্পাদিত ডোপ টেস্ট রিপোর্ট/সনদ দাখিল করতে বলা হয়।
পিএসডি/ওএফ