রাজধানীতে ১৭ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

রাজধানীর বিমানবন্দর রেলস্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে ১৭ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব-১ এর সহকারী পরিচালক (অপস্ অফিসার) সহকারী পুলিশ সুপার নোমান আহমদ জানান, সোমবার (৭ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৮টার দিকে র্যাব-১ একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ডিএমপি বিমানবন্দর থানাধীন বিমানবন্দর রেলওয়ে স্টেশন সংলগ্ন ফুটওভার ব্রিজ এলাকায় কতিপয় মাদক কারবারি অবস্থান করছে।
ওই তথ্যের ভিত্তিতে দলটি বিমানবন্দর রেলওয়ে স্টেশন সংলগ্ন ফুটওভার ব্রিজের সামনে অভিযান পরিচালনা করে শহিদুল ইসলাম (৪০) ও শাহরিহা রায়হান (২৭) নামে দুই মাদক কারবারিকে আটক করে।
এসময় তার কাছ হতে ১৭ কেজি গাঁজা, নগদ ১৭০০ টাকা ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
জেইউ/আইএসএইচ