ভারতীয় জাল রুপি তৈরি চক্রের দুই সদস্য আটক

ভারতীয় জাল রুপি তৈরির আন্তঃদেশীয় চক্রের দুই সদস্যকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের মধ্যে একজন সরকারি গাড়ির চালক।
বুধবার (৯ ফেব্রুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।
ডিএমপির পক্ষ থেকে বলা হয়, বিপুল পরিমাণ ভারতীয় জাল রুপি তৈরির আন্তঃদেশীয় চক্রের দুই সদস্যকে আট্ক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় বিপুল পরিমাণ জাল রুপিও জব্দ করা হয়েছে।
এ বিষয়ে ডিবি প্রধান কে এম হাফিজ আক্তার ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানাবেন বলেও জানানো হয়েছে।
এমএসি/জেডএস