নদী উদ্ধারে প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের পরামর্শ সংসদীয় কমিটির

নদীতে অবৈধ দখলদার উচ্ছেদে প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহের পরামর্শ দিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
বুধবার (৯ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।
নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি মন্ত্রণালয়কে বলেছে, নদী উদ্ধার করতে যে ধরনের যন্ত্রপাতি লাগবে তার জন্য কত টাকা দরকার সে তথ্য যেন ডিসিদের কাছ থেকে নেওয়া হয়। এ লক্ষ্যে আগামী ২/৩ বছরের মধ্যে দখলদারদের হাত থেকে নদী উদ্ধারে জেলা পর্যায়ে কী ধরনের যন্ত্রপাতি লাগবে এবং এজন্য কত টাকা লাগবে, তার তথ্য জেলা প্রশাকদের কাছ থেকে সংগ্রহ করতে বলেছে কমিটি।
বৈঠক শেষে কমিটির সদস্য আছলাম হোসেন সওদাগর বলেন, অবৈধ দখলদারদের কাছ থেকে নদী উদ্ধার করতে যে ধরনের যন্ত্রপাতি লাগবে তার সবকিছু সংগ্রহ করার জন্য আমরা মন্ত্রণালয়ে সুপারিশ করেছি। একই সঙ্গে এ বিষয়ে মাঠ পর্যায় থেকে তথ্য নেওয়ার জন্য বলা হয়েছে।
বৈঠকে অংশ নেওয়া এক কর্মকর্তা জানান, অনেকে নদীতীরের জমি বড় অংশ দখল করে আছে। সেগুলো অপসারণ করতে যে যন্ত্রপাতি লাগে তার সবকিছু সব জায়গায় নেই। সেগুলো না থাকায় উচ্ছেদ কাজে দেরি হয়। সেজন্য কমিটি মাঠ পর্যায়ে প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করার কথা বলেছে।
গত বছরের নভেম্বর মাসে নৌ প্রতিমন্ত্রী খালিদা মাহমুদ চৌধুরী সংসদে এক প্রশ্নের জবাবে জানান, জাতীয় নদীরক্ষা কমিশন সব জেলা প্রশাসকের মাধ্যমে দেশের নদ-নদীর অবৈধ দখলদারদের তালিকা করেছে। এতে সারাদেশে ৬৫ হাজার ১২৭ জন অবৈধ নদী দখলদার রয়েছে। এ জন্য সারাদেশে অভিযান পরিচালনা করা হচ্ছে। এতে প্রায় ১৯ হাজার ৮৭৪ জন অবৈধ নদী দখলদার উচ্ছেদ করা হয়েছে।
সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২-৩ বছরের মধ্যে নদীর দখলদার উচ্ছেদে প্রয়োজনীয় সরঞ্জামাদি ক্রয়ে সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসকদের মন্ত্রণালয়ে বাজেট উপস্থাপন করার সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, মো. মজাহারুল হক প্রধান, রনজিত কুমার রায়, সামিল উদ্দিন আহমেদ শিমুল, মো. আছলাম হোসেন সওদাগর ও এস এম শাহজাদা অংশ নেন।
এইউএ/এসএম