ব্র্যাকের ‘আপন তারা’ হলেন ৫ কর্মী

বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের ‘আপন তারা’ প্রতিযোগিতায় চূড়ান্ত বিজয়ী হয়েছেন সংস্থাটির বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আসা ৫ কর্মী। তিনটি ক্যাটাগরিতে ৫ জনকে বিজয়ী ঘোষণা করেন প্রতিযোগিতার বিচারকরা। সারা দেশের ১ হাজার ৩৮৩ জন ব্র্যাককর্মী এ প্রতিযোগিতায় অংশ নেন।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মহাখালীর ব্র্যাক সেন্টার অডিটোরিয়ামে আয়োজিত চূড়ান্ত পর্ব শেষে তাদের বিজয়ী ঘোষণা করা হয়। অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন সঙ্গীতশিল্পী বাপ্পা মজুমদার, মিফতাহ্ জামান এবং অভিনেত্রী আজমেরী হক বাঁধন। গত ১৫ নভেম্বর এ প্রতিযোগিতার উদ্বোধনও করেছিলেন তারা।
সংগীত, কবিতা আবৃত্তি ও অভিনয় এ তিন শ্রেণিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সংগীতে প্রথম হয়েছেন আঁখি পালিত (এসইএলপি কর্মসূচি), ২য় হয়েছেন রাজিবুল হাসান (ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস), এবং তৃতীয় হয়েছেন অপু চন্দ্র গোপ (আড়ং)। কবিতা আবৃত্তি ও অভিনয়ে একজন করে পুরস্কার পেয়েছেন। তারা হলেন; মুনমুন খান (জিজেডি কর্মসূচি) এবং মোহাম্মদ আশিবুজ্জামান (বিএলডি কর্মসূচি)। তাদের সবাইকে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট দেওয়া হয়।
এ আয়োজনের বিষয়ে ব্র্যাক এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক তামারা আবেদ বলেন, স্বাধীন বাংলাদেশের জন্মের প্রায় একই সময়ে ব্র্যাকের জন্ম। এ ৫০ বছর পূর্তি উপলক্ষেই আমাদের সুপ্ত প্রতিভা খুঁজে বের করার উদ্যোগ। এর অংশগ্রহণকারী, বিচারক সকলের স্বতঃস্ফূর্ত সহযোগিতায় আমরা কৃতজ্ঞ।
সঙ্গীতশিল্পী বাপ্পা মজুমদার বলেন, ব্র্যাকের বয়স আর আমার বয়স সমান। এই ৫০-এর আয়োজনে এখানে থাকতে পেরে আমি সম্মানিত বোধ করছি। আমার প্রস্তাব এ প্রতিভা যেন সারা দেশে প্রচার পায়, ব্র্যাক কর্তৃপক্ষ তা ভেবে দেখবে।
অভিনেত্রী আজমেরী হক বাঁধন বলেন, আজকের এ আয়োজন, আপনাদের পারফরম্যান্স আমার মন ছুঁয়ে গেছে। আমি মনে করি, সব প্রতিষ্ঠানেই এমন আয়োজন হওয়া উচিত।
প্রাথমিক, বিভাগীয় ও চূড়ান্ত তিন পর্বে আয়োজিত প্রতিযোগিতার প্রথম অংশটি ছিল অনলাইনে। এতে প্রাথমিকভাবে গান, আবৃত্তি ও অভিনয় সম্বলিত ১ হাজার ৩৮৩টি ভিডিও ক্লিপ জমা পড়ে। জমা দেওয়া ক্লিপগুলো বিচার করেন ৩২ জন বিচারক। তারা বিভাগীয় পর্যায়ের জন্য ১৬০ জন প্রতিযোগী নির্বাচিত করেন।
এমএইচএন/এসকেডি