বহু দূরে কঙ্গোতে বাংলার বসন্ত উৎসব

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর জাতিসংঘ শান্তিরক্ষা মিশন এলাকায় নানা আয়োজনে বসন্তকে বরণ করেছেন মিশনে নিয়োজিত বাংলাদেশ পুলিশের সদস্যরা।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) নানা আয়োজনের মধ্য দিয়ে কঙ্গোতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে থাকা বাংলাদেশ পুলিশের সদস্যরা ঋতুরাজ বসন্তকে বরণ করে নেন। বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিট-১ (বিএএনএফপিইউ) এ বসন্ত বরণ অনুষ্ঠানের আয়োজন করেন।
বিএএনএফপিইউ-১ সূত্রে জানা যায়, বর্ণিল সাজসজ্জা, কবিতা আবৃত্তি, নাচ, গানসহ নানা সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে দিনভর বসন্তের আগমনকে উদযাপন করা হয়। মূলত এ আায়োজনের মাধ্যমে কঙ্গোতে এক টুকরো বাংলাদেশ হয়ে উঠেছিল জাতিসংঘ শান্তিরক্ষী মিশন এলাকা।

বসন্ত বরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কঙ্গোতে শান্তিরক্ষা মিশনে নিয়োজিত মিশরিয় কন্টিনজেন্ট ও জাতিসংঘের স্থানীয় সকল ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়াও আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মিলিটারি পুলিশের কিনশাসা ইউনিট, বিএএন ও এএমইটি এর কমান্ডাররা।
অনুষ্ঠান শেষে বিএএনএফপিইউ-১, রোটারেশন-১৫ এর কমান্ডার নাজমুন নাহার উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য দেন। তিনি বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের মাধ্যমে বাংলাদেশ পুলিশ বিদেশের মাটিতে দেশের সুনামকে বৃদ্ধি করার প্রয়াস পেয়েছে।
তিনি মিশনে কর্মরত সকল সদস্যকে দেশ প্রেমে উজ্জীবিত হয়ে কাজ করার আহবান জানান।
উল্লেখ্য, গত ৩ জানুয়ারি থেকে ১৮০ জন সদস্যের এ কন্টিনজেন্টটি ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে কিনশাসাতে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে নিয়োজিত আছে। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে নিয়োজিত এটিই একমাত্র নারী কন্টিনজেন্ট।
এমএসি/আইএসএইচ