শরীয়তপুরে ৭ নারী বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা

মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে শরীয়তপুরে ৭ জন নারী বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক পারভেজ হাসান তাদের হাতে ক্রেস্ট তুলে দেন।
তারা হলেন সাবেক হুইপ অধ্যাপক খালেদা খানম, প্রথিতযশা সাংবাদিক রাশেদা আমিন, বেগম নাজনীন আমিন, ভানু বিবি, যোগ মায়া, প্রয়াত জুগল বালা পোদ্দার এবং প্রয়াত সুমিত্রা মালো।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে সারাদেশে ৬৫৪ জন নারী বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দেওয়া হয়। যার মধ্যে শরীয়তপুরে ৭ জন নারী বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আসমাউল হুসনা, অতিরিক্ত পুলিশ সুপার তানভীর হায়দার, প্রশাসনিক কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, নারী বীর মুক্তিযোদ্ধাদের পরিবার ও সুধীজনরা।
সৈয়দ মেহেদী হাসান/এইচকে