ক্রিমিনোলজি অ্যাসোসিয়েশনের উদ্যোগে সাইবার ক্রাইমের ওপর ওয়েবিনার

আগামী ১৯ ফেব্রুয়ারি (শনিবার) বাংলাদেশ ক্রিমিনোলজি অ্যাসোসিয়েশনের উদ্যোগে সাইবার ক্রাইমের ওপর ওয়েবিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে। ওয়েবিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন র্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম, পিপিএম।
ওয়েবিনারে উদ্বোধনী বক্তব্য রাখবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. ইফতেখার উদ্দিন চৌধুরী এবং মূল প্রবন্ধ উপস্থাপন করবেন উপ-পুলিশ কমিশনার (ইন্টেলিজেন্স এ্যানালাইসিস-সিটিটিসি) মিশুক চাকমা।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিন ড. মোহাম্মদ বিন কাশেমের সঞ্চালনায় অনুষ্ঠিত ওয়েবিনারে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুল ইসলাম, পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশের এমডিএস (একাডেমিক অ্যান্ড রিসার্চ) মো. গোলাম রসুল, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্সের সহযোগী অধ্যাপক ড. আজিজ রহমান, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক ও সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের রিসার্চ সেলের আহ্বায়ক মনিরা নাজমী জাহান।
ভার্চুয়াল অনুষ্ঠানটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
এইচকে
