ফুটপাত থেকে দুই শতাধিক টং দোকান সরাল ডিএনসিসি

ফুটপাত দখলমুক্ত করে পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে অভিযান অব্যাহত রেখেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।
এরই ধারাবাহিকতায় বুধবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর উত্তরায় ৭ নম্বর সেক্টরে ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। অভিযানে প্রায় দুই শতাধিক টং দোকান সরিয়ে ফুটপাত দখলমুক্ত করে অভিযান পরিচালনাকারী টিম।
অভিযানটি পরিচালনা করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলকার নায়ন।

তিনি জানান, পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে পরিচালিত অভিযানে প্রায় দুই শতাধিক টং দোকান সরিয়ে ফুটপাত দখলমুক্ত করা হয়েছে। এছাড়া রাস্তায় নির্মাণ সামগ্রী রাখায় চারটি মামলাসহ জরিমানা আদায় করেছে ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলকার নায়ন বলেন, অভিযান পরিচালনা ছাড়াও করোনা প্রতিরোধে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলতে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে। পাশাপাশি পথচারীদের মধ্যে প্রায় পাঁচ শতাধিক মাস্ক বিতরণ করা হয়েছে।
এএসএস/এসএসএইচ