প্রথম ঘণ্টায় ৫০ জন টিকা নিয়েছেন বিএসএমএমইউয়ে

রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) করোনার টিকাদান শুরু হয়েছে। আজ (রোববার) সকাল ৯টায় এ হাসপাতালে করোনার টিকাদান শুরু হয়।
ভিআইপি ছাড়াও করোনার সম্মুখসারির যোদ্ধাদের হাসপাতাল থেকে টিকা দেওয়া হচ্ছে। টিকাদান শুরুর পর সকাল ১০টা পর্যন্ত এক ঘণ্টায় ৫০ জন টিকা নিয়েছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন।
হাসপাতালে টিকা দেওয়ার জন্য ৮টি বুথ করা হয়েছে। টিকা নেওয়ার পর টিকাগ্রহণকারীকে টিকাদান-পরবর্তী কক্ষ বা পোস্ট ভ্যাকসিনেশন রুমে নেওয়া হচ্ছে। সেখানে তাদের নির্দিষ্ট সময় পর্যন্ত পর্যবেক্ষণ করা হচ্ছে।
এদিকে সকাল ১০টায় স্বাস্থ্য অধিদপ্তরের সভাকক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানকিভাবে দেশজুড়ে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশব্যাপী করোনা টিকাদান কর্মসূচির প্রথম দিনে ঢাকার ৫০টি হাসপাতালে ৫০টি কেন্দ্র স্থাপন করা হয়েছে। মোট ২০৪টি দল ঢাকার টিকাদান পরিচালনা করবে। এছাড়া, বিভিন্ন জেলার ৯৫৫টি হাসপাতালে টিকাদান কর্মসূচির প্রথম দিনে টিকা দেওয়া হচ্ছে। এতে মোট দুই হাজার ১৯৬টি দল কাজ করছে।
দেশজুড়ে টিকাদান কর্মসূচির উদ্বোধন হওয়ার পর সকাল সাড়ে ১০টার দিকে রাজারবাগ পুলিশ লাইনের মাঠে করোনা ভাইরাসের টিকা নিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনাররাও টিকা নেন এ সময়।
পিএসডি/এনএফ