নির্ভয়ে টিকা নিন : মেয়র তাপস
‘টিকায় করোনা জয় করা যায়’ উল্লেখ করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, ‘সবাই নির্ভয়ে টিকা নিন’। রোববার (০৭ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর জেনারেল হাসপাতালে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র এ কথা বলেন।
তাপস বলেন, ‘অনেকে নানা সময় করোনার টিকা নিয়ে বিভিন্ন গুজব ছড়িয়েছেন। আমি সবাইকে বলতে চাই সবাই নির্ভয়ে টিকা নিন। টিকার মাধ্যমেই আমরা করোনাকে জয় করতে পারি।’
উদ্বোধনী অনুষ্ঠান শেষে শাহ আলম নামে নিবন্ধিত এক ব্যক্তি ঢাকা মহানগর জেনারেল হাসপাতালে টিকা গ্রহণ করেন। প্রথম দিনে ঢাকা মহানগর জেনারেল হাসপাতালে টিকা গ্রহণের জন্য ৫৬ জন ব্যক্তি নিবন্ধন করেছেন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) সূত্রে জানা গেছে, ডিএসসিসি এলাকায় সচিবালয় ক্লিনিক, ফুলবাড়িয়া সরকারি কর্মজীবী হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, মাতুয়াইল শিশু মাতৃসদন হাসপাতাল, রাজারবাগ পুলিশ হাসপাতাল, আজিমপুর মা ও শিশু হাসপাতাল, কামরাঙ্গীরচর ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, নয়াবাজারে ঢাকা মহানগর জেনারেল হাসপাতাল, শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট, পিলখানার বিজিবি হাসপাতাল, লালবাগস্থ ঢাকা মহানগর শিশু হাসপাতাল, ডিএসসিসি পরিচালিত বংশালের কসাইটুলী নগর মাতৃসদন, হাজারীবাগ নগর মাতৃসদন, ধলপুর নগর মাতৃসদন, উত্তর মুগদা মাতৃসদন ও খিলগাঁওয়ের তিলপাপাড়া মাতৃসদন কেন্দ্রেও দেওয়া হবে করোনার টিকা।
এদিকে করোনাভাইরাস প্রতিরোধে আজ (রোববার) সারাদেশে একযোগে শুরু হচ্ছে টিকা প্রয়োগ কার্যক্রম। ঢাকাসহ দেশের এক হাজার পাঁচটি হাসপাতালে একযোগে টিকা দান কর্মসূচি চলছে। দেশজুড়ে আজ টিকাদান কার্যক্রম চলবে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত। রাজধানীর ৫০টি স্থানে দেওয়া হবে টিকা। টিকা নিতে ইতোমধ্যে প্রায় ৪ লাখ মানুষ নিবন্ধন করেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
কোভিড-১৯ এর টিকা দেওয়া হবে যেসব হাসপাতালে, সেগুলোর মধ্যে ঢাকা উত্তর সিটিতে ২৬টি, দক্ষিণ সিটিতে ১৯টিসহ মোট ৪৫টি হাসপাতালের নামের তালিকা দুই সিটির স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে। এছাড়া আরও ৫টিতে টিকা দেওয়া হবে।
এএসএস/এইচকে