বইমেলায় জাফর ইকবালের সঙ্গে সাস্ট শিক্ষার্থীদের আড্ডা শনিবার

অমর একুশে বইমেলায় শনিবার বিকেলে সাইন্স ফিকশন লেখক, কলামিস্ট প্রফেসর ড. মুহম্মদ জাফর ইকবাল শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সাস্ট) সাবেক শিক্ষার্থীদের সঙ্গে কিছু সময় কাটাবেন।
এ সময় প্রফেসর জাফর ইকবাল মেলায় সাস্টিয়ানদের লেখা বইয়ের প্রাপ্তিস্থান সাস্ট ক্লাবের স্টল উদ্বোধন করবেন। একই সময় তিনি সাস্টের সাবেক ছাত্র মুস্তফা মনওয়ার সুজনের উপন্যাস ‘অতিপ্রাকৃত অথবা কাকতালীয়’ এর মোড়ক উন্মোচন করবেন।
এসব তথ্য নিশ্চিত করেছেন জাফর ইকবালের ব্যক্তিগত সহকারী জয়নাল আবেদীন। শনিবার বিকেল সাড়ে তিনটায় বাংলা একাডেমির ভেতরে ৬৫০ নম্বর স্টলে (তেঁতুলতলা, তথ্যকেন্দ্রের পাশে) তিনি এসব কর্মসূচিতে অংশ নিবেন।
সাস্ট ক্লাবের সভাপতি জাকির হোসেন জানান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সাস্ট) সাবেক শিক্ষার্থীদের প্রতিষ্ঠান সাস্ট ক্লাব। বইমেলায় সাস্টের সাবেক শিক্ষার্থীদের লেখা বই প্রদর্শনী ও বিক্রির বিশেষ উদ্যোগ নিয়েছে সাস্ট ক্লাব। শনিবার স্টলটি উদ্বোধন শেষে জনপ্রিয় লেখক মুহম্মদ জাফর ইকবাল তার সাবেক শিক্ষার্থীদের সঙ্গে বেশ কিছু সময় কাটাবেন।
এএসএস/আইএসএইচ