ভাষা শহীদদের প্রতি ফায়ার সার্ভিস ডিজির শ্রদ্ধা

কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুল গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন।
সোমবার (২১ ফেব্রুয়ারি) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
এ সময় মহাপরিচালকের পরিবারের সদস্যরা, অধিদপ্তরের পরিচালক (অপারেশন ও মেইনটেনেন্স) লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান, ঢাকা বিভাগের উপপরিচালক দিনমনি শর্মা এবং অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দফতরের মিডিয়া সেল ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার।
জেইউ/এমএইচএস