আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ফ্রি মেডিকেল ক্যাম্প

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করেছে ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতাল। সোমবার সকাল ৯টা থেকে ক্যাম্পের কার্যক্রম শুরু হয়ে চলে বিকেল পর্যন্ত।
মেডিক্যাল ক্যাম্পে আসা রোগীদের বিভিন্ন বিষয়ে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ দেন অভিজ্ঞ চিকিৎসকরা। এছাড়াও বিনামূল্যে রোগীদের ডায়াবেটিস পরীক্ষা করা হয়।
ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাকাহ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা মো. রুহল আমিন ও ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের কনসালটেন্টসহ আরও অনেকে। ক্যাম্প
ফ্রি হেলথ চেকআপ ছাড়াও প্যাথলজি পরীক্ষায় মেডিকেল ক্যাম্প উপলক্ষে বিশেষ ছাড় দেওয়া হয়। দেশের বিভিন্ন এলাকা থেকে আসা ৩৭৮ জন রোগী ক্যাম্প থেকে সেবা নেন।
সার্জারি বিশেষজ্ঞ প্রফেসর ডা. রফিকুস সালেহীন, নাক কান গলা বিশেষজ্ঞ প্রফেসর ডা. দৌলতুজ্জামান, চর্ম যৌন এলার্জি বিশেষজ্ঞ প্রফেসর সৈয়দ আফজালুল করিম, অর্থোপেডিক বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. গোলাম রহমান (দুলাল), মেডিসিন ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডা: মোকাদ্দেস হোসেন, ইউরোলজি বিশেষজ্ঞ ডা. আল কামাল আব্দুল ওয়াহাব, ডা. মেহেদী হাসান, ডা. মারুফ আহম্মদ, ডা. জুনাইদুর রহমান (লিখন), ডা. নাছিম ই তাসনীম, স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. মেহেরুন নেসা, ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ ডা. মো. নাদিম কামাল, ডায়বেটিস ও হরমোন বিশেষজ্ঞ ডা. নূর ই নাজনীন, শিশু বিশেষজ্ঞ ডা. আবু সাইদ চৌধূরী শিমুল, নিউরো মেডিসিন বিশেষজ্ঞ ডা. মো. আরিফুজ্জামান মিলন, মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ ডা. আবু সাদিক আবদুল্লাহ (রাসেল), কিডনি রোগ বিশেষজ্ঞ ডা. মো. কবির হোসেন, ক্যান্সার বিশেষজ্ঞ ডা. রিফাত জিয়া, ডেন্টাল বিশেষজ্ঞ ডা. আশরাফ আলী বিশ্বাস রিয়াদ, পুষ্টি বিশেষজ্ঞ ফারাহ্ দিবা ফ্রি মেডিকেল ক্যাম্পে অংশ নেন।
ফ্রি মেডিকেল ক্যাম্প বারাকাহ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মো. রুহল আমিন বলেন, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আমরা এ ধরনের আয়োজন করে থাকি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজকের এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
আরএইচ
