নয় জেলায় ডিসি বদলিতে ইসির পরামর্শ নেয়নি জনপ্রশাসন

সম্প্রতি মাঠ প্রশাসনে রদবদলে নতুন ডেপুটি কমিশনার (ডিসি) নিয়োগ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। কিন্তু স্থানীয় সরকার নির্বাচন বিধি-বিধান অনুযায়ী নির্বাচন চলমান থাকাবস্থায় মাঠ প্রশাসনে যেকোন বদলিতে নির্বাচন কমিশনের (ইসি) পরামর্শ নিতে হয়। কিন্তু এ নয় জেলায় ডিসি নিয়োগে ইসির পরামর্শ উপেক্ষিত করা হয়েছে। বিষয়টি আমলে নিয়ে জনপ্রশাসন সচিবের কাছে একটি চিঠি পাঠিয়েছে ইসি।
গত ২৮ জানুয়ারি ময়মনসিংহ, কুমিল্লা, দিনাজপুর, কুষ্টিয়া, হবিগঞ্জ, রাঙ্গামাটি, ঝিনাইদহ, জামালপুর ও ভোলায় নতুন ডিসি নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
ইসি চিঠিতে জানায়, ২৮ ফেব্রুয়ারিতে বিনাইদহ জেলার মহেশপুর ও কালীগঞ্জ পৌরসভা সাধারন নির্বাচন, ময়মনসিংহ জেলার নাঙ্গাইল পৌরসভা, ভোলার চরফ্যাশন ও ভোলা সদরসহ ৩১ পৌরসভায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। তাছাড়া একই তারিখে ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলা পরিষদের চেয়াম্যান পদে উপনির্বাচন এবং কুমিল্লা জেলা দেবিদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
অপরদিকে ১৪ ফেব্রুয়ারি কুমিল্লার জেলার হোমনা ও দাউদকান্দি পৌরসভা, ময়মনসিংহ জেলার ফুলপুর ও ত্রিশাল পৌরসভা, রাঙ্গামাটি পৌরসভাসহ ৫৬টি পৌরসভা সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।
এ অবস্থায় কুমিল্লার লাকসাম, বরুড়া ও চৌদ্দগ্রাম পৌরসভা, মায়মনসিংহ জেলায় ভালুকা, গৌরীপুর, ঈশ্বরগঞ্জ পৌরসভা, ভোলা জেলার বোরহানউদ্দিন ও গৌলতখান, দিনাজপুর জেলার হাকিমপুর পৌরসভা এবং ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু ও কোটচাঁদপুর পৌরসভাসহ ৬৪টি পৌরসভা সাধারণ নির্বাচন ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে। যার ফলাফল ১০ ফেব্রুয়ারি গেজেটে প্রকাশিত হয়েছে।
চিঠিতে আরও বলা হয়েছে, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের বিভিন্ন নির্বাচনে সংশ্লিষ্ট বিধিমালার অনুসারে ফলাফল ঘোষণার ১৫দিন সময় অতিক্রম না হওয়া পর্যন্ত জেলা প্রশাসকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের নির্বাচন কমিশনের পরামর্শ ছাড়া বদলি না করার বিধান রয়েছে।
উল্লেখিত নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শেষ করার স্বার্থে ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের ফল-গেজেটে প্রকাশিত হওয়া পর্যন্ত
সংশ্লিষ্ট ডিসিদের বদলির আদেশ স্থগিত করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছেন। একইভাবে জেলা প্রশাসক রাঙ্গামাটির বদলির আদেশ ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছেন। তাছাড়া জেলা প্রশাসক, দিনাজপুর ও জেলা প্রশাসক, কুষ্টিয়ার বদলির আদেশ ৩০ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল গেজেটে প্রকাশিত না হওয়া পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে।
এ বিষয়ে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেন, আমার মনে হয়, তারা এটা ভুল করে করেছে। ইতোমধ্যেই আমরা আমাদের প্রতিক্রিয়া জানিয়েছি। তারপরও দেখা যাক কি হয়। ডিসি নিয়োগের অ্যাকশনও যদি নেন তাহলেও তো একটু সময় লাগবে। আদেশ জারির পরে এ প্রক্রিয়া শেষ করতে বেশ কিছুদিন সময় প্রয়োজন হয়।
নির্বাচন কমিশনকে যে আমলে নিচ্ছেন না বিষয়টি এরকম কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আপনার প্রথমেই এটা কেন ধারণা করছেন। হতে পারে তাদের প্রসেস করতে করতে তখন আমাদের বিধি-বিধানের আওতামুক্ত হয়ে যাবে। তারা তাদের কাজ করেছেন, তবে এখানে তাদের ভুলও হতে পারে বা অজান্তে হতে পারে। এটাতে আমাদের উপেক্ষা করছেন বিষয়টা এরকম ভাবা ঠিক হবে না। তারপরও কিন্তু আমরা সঙ্গে সঙ্গেই প্রতিক্রিয়া জানিয়েছি।
এসআর/এসএম