দ্বিপাক্ষিক সম্পর্কে ভারত-বাংলাদেশের সন্তোষ

ভারতের পররাষ্ট্র ও সংস্কৃতি প্রতিমন্ত্রী মীনাক্ষী লেখির সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। বৈঠকে তারা দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে সন্তোষ প্রকাশ করেছেন।
সোমবার (২১ ফেব্রুয়ারি) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র ও সংস্কৃতি প্রতিমন্ত্রী ও বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।
এ সময় দুই প্রতিমন্ত্রী বাংলাদেশ ও ভারতের মধ্যে চলমান সম্পর্ককে আরও কার্যকর করতে দুই দেশের জনগণের মধ্যে সম্পৃক্ততার স্তরকে উন্নীত করার ওপর জোর দেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে উভয় প্রতিমন্ত্রী দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান দ্বিপাক্ষিক সম্পর্কের প্রতি সন্তোষ প্রকাশ করেন।
শাহরিয়ার-মীনাকাশী এ সম্পর্ক নতুন উচ্চতায় নিতে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর বিষয়ে সম্মত হন। তারা সম্পর্ককে আরও কার্যকর করতে উভয় দেশের জনগণের মধ্যে সম্পৃক্ততার স্তরকে উন্নীত করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
দুই প্রতিমন্ত্রীর বৈঠকের আগে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা প্রাইড প্লাজা হোটেলে বাংলাদেশ প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তাদের মধ্যে উষ্ণ আলোচনা হয়।
এনআই/এমএইচএস