উত্তরায় পুলিশের গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যুর অভিযোগ

রাজধানীর উত্তরা পূর্ব থানার কসাইবাড়ি বাজার এলাকায় পুলিশের গাড়ির ধাক্কায় সিদ্দিকুর রহমান (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় সিদ্দিকুর রহমানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বেলা পৌনে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সিদ্দিকুর রহমানের স্ত্রী মাহমুদা পারভীন ঢাকা পোস্টকে বলেন, আমার স্বামী বসুন্ধরা গ্রুপে চাকরি করেন। সকালে মোটরসাইকেলযোগে অফিসে যাওয়ার সময় কসাইবাড়ি এলাকায় পুলিশের গাড়ির ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। এরপর আশপাশের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়।
তিনি বলেন, পুলিশের গাড়ির ধাক্কায় আমার স্বামীর মৃত্যু হয়েছে। কিন্তু কোন ধরনের গাড়ি ছিল সেটা আমি জানতে পারিনি। সকাল থেকে ঘটনাটি দক্ষিণখান থানা এলাকায় হয়েছে নাকি উত্তরা পূর্ব থানা এলাকায় হয়েছে সে বিষয় নির্ধারণ করতে পারেনি পুলিশ। অবশেষে জানা যায় ঘটনাস্থল উত্তরা পূর্ব থানার আওতায় পড়েছে।
বিষয়টি নিশ্চিত করে উত্তরা পূর্ব থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. কামাল হোসেন ঢাকা পোস্টকে বলেন, নিহতের পরিবারের অভিযোগ, পুলিশের গাড়ির ধাক্কায় তিনি মারা গেছেন। তবে আমরা এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাইনি। সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে পাঠানো হয়েছে। আমরা তদন্ত করছি, তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
এসএএ/এসকেডি