মোহাম্মদপুরে দিনে-দুপুরে ছোঁ মেরে ২৪ লাখ টাকা ছিনতাই

রাজধানীর মোহাম্মদপুরের সাতমসজিদ রোডের এশিয়া ব্যাংকের সামনে থেকে দিনে-দুপুরে ছোঁ মেরে প্রায় ২৪ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোহাম্মদ আলিমুজ্জামান বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি মামলা (মামলা নং ১৩৬) দায়ের করেছেন।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১টায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী মোহাম্মদ আলিমুজ্জামান ঢাকা পোস্টকে বলেন, আমি আদাবর থেকে রিকশা করে দুপুরে ২৩ লাখ ৬০ হাজার টাকা নিয়ে ধানমন্ডি ২৭ সিটি ব্যাংকের শাখায় জমা দেওয়ার উদ্দেশে বাসা থেকে বের হই। পরে আমি সাতমসজিদ রোডের ব্যাংক এশিয়ার সামনে গেলে একটি জিক্সার মোটরসাইকেলে এসে ছিনতাইকারী আমার কাছে থাকা টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে চলে যায়। পরে আমি মোহাম্মদপুর থানায় গিয়ে খবর দেই। মোহাম্মদপুর থানা পুলিশ এটা নিয়ে কাজ করছে। আমি একটি মামলা করেছি।
তিনি বলেন, আমার কাপড় ও কাগজের ব্যবসা আছে। আমার নিজস্ব গাড়ি আছে। তারপরও কেন যে আমি রিকশা নিয়ে বের হলাম। হয়ত আমার কপালে এটাই লেখা ছিল।
এ বিষয়ে জানতে চাইলে তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মুজিব পাটোয়ারী ঢাকা পোস্টকে বলেন, আমরা বিষয়টি জানার পর কাজ শুরু করেছি। এ ঘটনায় ভুক্তভোগী ব্যক্তি মোহাম্মদপুর থানায় একটি মামলা করেছেন। সবকিছু চিন্তা করে ঘটনার তদন্ত করছি। পরে বিস্তারিত জানানো হবে।
এসএএ/এসএসএইচ