আভাস বৃষ্টির, ফের কমতে পারে তাপমাত্রা

গত দুদিন আকাশে মেঘ থাকায় শীতের তীব্রতা অনেকটাই কমে গিয়েছিল। তবে ধীরে ধীরে মেঘ কেটে যাওয়ায় আবারও কমতে পারে দেশের তাপমাত্রা। এছাড়া সিলেটসহ দেশের একাধিক জায়গায় গুঁড়িগুঁড়ি বা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
রোববার (৭ ফেব্রুয়ারি) আগামী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ বিষয়ে আবহাওয়াবিদ মো. শাহিনুল ইসলাম ঢাকা পোস্ট-কে বলেন, গতকাল ও আজ সন্ধ্যা পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে গুঁড়িগুঁড়ি বৃষ্টিপাত হয়েছে। এখন দেশের অধিকাংশ এলাকায় আকাশ অনেকটা পরিষ্কার হয়ে গেছে। ফলে তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।
আগামী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের কোথাও কোথাও গুঁড়িগুঁড়ি বৃষ্টির সম্ভাবনা আছে উল্লেখ করে তিনি জানান, গুঁড়িগুঁড়ি বৃষ্টি দেখা গেছে খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন স্থানে। এছাড়া শনিবার রংপুর ও রাজশাহীর কিছু জায়গায় হালকা বৃষ্টি হয়েছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ১০ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ২৯ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া দেশের বিভিন্ন স্থানে সর্বনিম্ন গড়ে ১৭ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ছিল।
আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি পর্যন্ত কমতে পারে। তবে দিনের তাপমাত্রা আবার কিছুটা বাড়ার ইঙ্গিত রয়েছে। এছাড়া কুমিল্লা ও নোয়াখালীর দিকে গুঁড়িগুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দেশের একাধিক স্থানে আকাশ মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকতে পারে। পরবর্তী ৪৮ ঘণ্টার আবহওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। আর পাঁচ দিনে উল্লেখযোগ্য তেমন কোনো পরিবর্তন নেই।
ঢাকায় সন্ধ্যা ৬টা পর্যন্ত বাতাসের গতি ও দিক ছিল উত্তরপশ্চিম/উত্তরদিক থেকে ঘণ্টায় ছয় থেকে ১২ কিলোমিটার। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৪৯ শতাংশ। সূর্যোদয় ৬টা ৩৬ মিনিটে। আর সূর্যাস্ত ৫টা ৫০ মিনিটে।
একে/এফআর