00:00
00:00
আমে ক্ষতিগ্রস্ত, সৌদি খেজুরে যুবকের বাজিমাত
ফলের রাজা আমের জেলা চাঁপাইনবাবগঞ্জে জন্ম ও বেড়ে ওঠা মোশাররফ হোসেনের (৩৩)। পারিবারিকভাবেই আম চাষাবাদ করেন। তবে আম পচনশীল ফল হওয়ায় চোখের সামনে বিপুল পরিমাণ অর্থের আম প্রতি বছর নষ্ট হতে দেখেন। ফলে আমের প্রতি নির্ভরতা কমিয়ে অন্য কোনো ফল চাষাবাদের চিন্তা আসে তার মাথায়। এমন চিন্তা থেকেই সৌদি আরবের খেজুর চাষের প্রতি আগ্রহ তৈরি হয় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দায়পুকুরিয়া ইউনিয়নের মির্জাপুর গ্রামের আলহাজ ইনসান আলীর ছেলে মোশাররফ হোসেনের।
বিস্তারিত : https://www.dhakapost.com/country/135658