00:00

00:00

ত্রিশাল-পোড়াবাড়ী সড়কের বেহাল দশা, মুক্তি মিলবে কবে?

কোথাও পিচ ঢালাই আছে, আবার কোথাও নেই। সৃষ্টি হয়েছে খানাখন্দ। দিন দিন এসব খানাখন্দ বড় আকার ধারণ করছে। বৃষ্টির পানি-কাদায় একাকার সড়কটি। এতে প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। আহত হচ্ছেন যাত্রীরা, ক্ষতিগ্রস্ত হচ্ছে যানবাহন। এ চিত্র ময়মনসিংহের ত্রিশাল-পোড়াবাড়ী সড়কের। এবড়ো-থেবড়ো সড়কে এমন ঝুঁকি আর দুর্ভোগ নিয়েই দিনের পর দিন চলাচল করছে ত্রিশালসহ পাশের আরও দুই উপজেলার লক্ষাধিক মানুষ। স্থানীয়রা সড়কটি সংস্কারের জন্য বার বার দাবি জানালেও তা হচ্ছে না। এখন তাদের প্রশ্ন, এ দুর্ভোগ থেকে মুক্তি মিলবে কবে?

বিস্তারিত : https://www.dhakapost.com/country/136050

বিস্তারিত পড়তে এখানে ক্লিক করুন