00:00
00:00
ঘর-বাড়ি কিছুই নেই জোসনার, স্বামীসহ ঘুমায় অন্যের বাড়িতে
আমাগো এডা (একটা) বাড়ি আছিলো (ছিল)। নদীয়ে ভাইঙ্গা (ভেঙে) নিয়ে গেছে। এহন (এখন) থাকার কোনো জাগা (জায়গা) নাই। তাই মাইনসের বাড়িতে অসুখালা (অসুস্থ) স্বামী নিয়া থাহি (থাকি)। দিনে মাইনসের বাড়িতে কাম-কাজ করি। যা কামাই হয়, তাই নিয়া কষ্ট কইরা খাই। স্বামীর চিকিৎসা করার টেহা পাই না। বাড়িডা আছিল, সেটাও নদী ভাইঙ্গা নিয়া গেল। এহন (এখন) তো আর বাড়ি করবার পামুনা। মাইনসের বাড়িতে কয়দিন থাকবার দিবো (দেবে)। ঘুম আসে না মাইনসের বাড়িতে। বাড়িভিটার দুশ্চিন্তায় রাইত জাইগা থাহি।
বিস্তারিত : https://www.dhakapost.com/country/140490