00:00
00:00
অল্প টাকা হলেই সুস্থ হয়ে যাবে দিনমজুর শামীমের জান্নাত
মেয়ের জন্মের দিন বাবা শামীম শেখের আনন্দের সীমা ছিল না। সেদিন পরিচিত যত জনকে পেয়েছেন মিষ্টি মুখ করিয়েছেন তিনি। অনেকে কাছেই শুনেছেন, মেয়েরা নাকি বাবার জান্নাত। বাবার সঙ্গে মেয়েদের সম্পর্ক খুব গভীর হয়। মেয়েরা বাবাদের খুব বোঝে। এই শোনা থেকেই স্ত্রীর সঙ্গে পরামর্শ করে মেয়ের নাম জান্নাত রেখেছেন তিনি। শামীম শেখ পেশায় দিনমজুর হলেও ৪ বছর বয়সী জান্নাতকে কখনও কষ্ট দেয়নি। মেয়ে ব্যথা পেলে কেঁদেছেন বাবা শামীম শেখ। সারাজীবন বাইরে কাজ করে এসে সন্ধ্যায় মেয়ে জান্নাতকে বুকে নিলেই নাকি তার শরীর শীতল এবং ক্লান্তি দূর হয়ে যায়, এমনটাই স্ত্রী মিতুকে বলতেন তিনি।
বিস্তারিত : https://www.dhakapost.com/country/141501