00:00
00:00
গাইবান্ধায় সাড়া ফেলেছে ভিন্ন স্বাদের পোড়া চা
গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম মধ্য রাধাকৃষ্ণপুর। জেলা শহর থেকে ৮ কিলোমিটার দূরে এই গ্রামে বিশেষ ধরনের এক চা তৈরি হয়। যার নাম পোড়া চা। মাটির কাপে পোড়ানো এই চায়ের স্বাদ ভিন্ন। তাই তো এই চায়ের স্বাদ নিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ভিড় করছেন।