00:00
00:00
প্রবাস থেকে ফিরে মেক্সিকান ঘাস চাষে সফল রাব্বি
বাড়ি বা অফিসের আঙিনা, বাগানে, কবরস্থানে, পাহাড়ে সৌন্দর্য বর্ধন ও পরিবেশ রক্ষায় প্রবাস থেকে ছুটে আসেন গোলাম রাব্বি নামে এক যুবক। তার স্বপ্ন ছিল পরিবেশ রক্ষা করা, কর্মসংস্থান তৈরি ও নিজেকে স্বাবলম্বী করা। সেই লক্ষ্য নিয়ে প্রথমে ৪০ শতাংশ পতিত জমিতে সবুজ পরিবেশবান্ধব মোলায়েম লন কার্পেট ঘাস চাষ শুরু করেন। পরে লাভবান হওয়ায় বাণিজ্যিকভাবে এই ঘাস চাষ করছেন। মাত্র দেড় বছরের মধ্যে মাসে আয় করছেন ২ লাখ করে টাকা। বর্তমানে ঘাস চাষ প্রকল্পে ৩০-৪০ জন লোক কাজ করছেন।
বিস্তারিত : https://www.dhakapost.com/country/144694