00:00
00:00
দুটি দিয়ে শুরু, জেসমিনের খামারে এখন ১০০ গরু
দিনাজপুরের বিরামপুর উপজেলার প্রত্যন্ত গ্রাম শিবপুর। ওই গ্রামের স্কুলশিক্ষক আনোয়ার হোসেনের স্ত্রী জেসমিন বেগম। তার চলার পথটা সহজ ছিল না। শুরুর দিকে বেশ কয়েকবার হোঁচটও খেয়েছেন। তবে দমে যাননি। ইউটিউব দেখে, পরিবারের পরামর্শ নিয়ে ২০০৫ সালে নিজের জমানো কিছু টাকা দিয়ে দুটি বাছুর কিনে শুরু করেন শখের খামার। এখন তার খামারে গরু ১০০টির মতো।