00:00

00:00

যৌনপল্লিতে জন্ম, সেখানেই অন্ধকার জীবন

ইতি আক্তারের (ছদ্মনাম) বয়স ২০ বছর। যৌনপল্লিতে জন্ম তার। জন্মের পর থেকেই শেফালী নামে এক যৌনকর্মীর কাছে ইতির বেড়ে ওঠা। তার বয়স যখন ১২ বছর তখন পালিত মা শেফালী মারা যান। পরবর্তীতে শেফালীর ঘরেই যৌনকর্মী হিসেবে কাজ শুরু করেন তিনি। এখনো জানেন না তার মা কে, কী নাম তার। বর্তমানে ইতির ঘরেও একটি সন্তান রয়েছে। টাঙ্গাইল যৌনপল্লির একটি আধাপাকা ঘরে ৩০০ টাকা দিন হিসেবে ভাড়া নিয়ে যৌনতা বিক্রি করেন ইতি।

বিস্তারিত : https://www.dhakapost.com/country/152348

বিস্তারিত পড়তে এখানে ক্লিক করুন