00:00
00:00
শিশুদের মাধ্যমে খোঁজ মিলল জাল নোটের কারখানার
টাকার বান্ডিল নিয়ে বাজারে কেনাকাটা করতে গিয়েছিল ১০ বছর বয়সী দুই শিশু। পণ্য কেনার পর দোকানিকে এক হাজার টাকার নোট দিলে তিনি দেখেন তা জাল। দোকানির সন্দেহ হলে তিনি জানান পুলিশকে। পুলিশ গিয়ে শিশুটির কাছ থেকে উদ্ধার করে ৯০ হাজার টাকার জাল নোট। এরপর শিশুদের সূত্র ধরেই সন্ধান পাওয়া যায় জাল নোট তৈরির কারখানার। মাটি খুঁড়ে পাওয়া যায় আরও ২৪ লাখ টাকার নোট ও জাল টাকা তৈরির বিভিন্ন সরঞ্জাম। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের ঘটেছে এমন ঘটনা।