00:00

00:00

কিশোরগঞ্জে পুলিশের হাতে ১৪১ কিশোর অপরাধীর তালিকা

মাদক ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণে কিশোরগঞ্জ শহরে বিশেষ ভূমিকায় কাজ করছে 'পুলিশের হোন্ড পার্টি'। গত দেড় মাস ধরে শহরের অলিতে-গলিতে যে কোনো সময়ই এই হোন্ডা পার্টিকে অভিযান চালাতে দেখা গেছে। বিশেষ করে উঠতি বয়সী ছেলেরা যে অলি-গলিতে আড্ডায় বসে সেই স্থানগুলোকে চিহ্নিত করে অভিযান চালাচ্ছে এ দলটি। এতে শহরের সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। জনপ্রিয় হয়ে উঠেছে 'পুলিশের হোন্ডা পার্টি'। অপরাধ দমনে দৃষ্টান্ত স্থাপন করতে চলছে পুলিশের এই কার্যক্রম।

বিস্তারিত : https://www.dhakapost.com/country/156696

 

বিস্তারিত পড়তে এখানে ক্লিক করুন